![]()
|
---|
Hello,
Everyone,
|
---|
তোমাকে আবিষ্কার করেছিলাম,
কোনো এক বসন্তের সোনালী বিকেলে।
যেদিন আমি তোমার কাছে সঁপে দিয়েছিলাম,
আমার হৃদয়ের সকল ভালোবাসা।
তুমি আমি স্বপ্ন দেখতাম একই বৃন্তে মিলবো বলে,
আর সেই আনন্দ উল্লাসে জীবনের সুরভী ঢালতাম। সেদিনকার কাকভোরে গিয়েছিলাম,
হৃদয় মাঝে তোমাকে নিয়ে।
পৃথিবীর বুকে নতুন সূর্য ওঠা দেখবো বলে।
তুমি যেন মুহূর্তের মধ্যে কেমন পাল্টে গেলে,
জীবনের সেই নতুন সূর্য ওটা দেখা আর হলো না।
হয়তো তুমি না বুঝেই আমাকে ছুঁড়ে দিয়েছো,
ইট কাট পাথরের ন্যয় নির্দয় ভাবে।
জানিনা তুমি ভালো আছো কিনা,
আমার হৃদয়ে ভালোবাসার আগুন জ্বেলে।
খবর পাইনা তোমার,
তুমি তো এখনো অদৃশ্য, আর আমি এক পথহারা ভবঘুরে।
তবুও..............
কুয়াশা ভরা জীবনে দেখি তোমার স্বপ্ন।
তুমি আমার ছাড়া হতে পারো না অন্য কারোর,
আমি আজও বেঁচে আছি এই ব্যর্থ আশা নিয়ে,
শুধু তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি বলে।
যদি কখনো তোমাকে বলতে পারি,
আমার হৃদয়ের গোপন কথা।
শুধুমাত্র সেদিনই আমি পারবো অন্ধকারের মাঝে ভালোবাসার আলো জ্বালতে।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই @mamun123456 ভাইকে, এমন সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার লেখা এই কবিতাটি অনেক বছর আগের লেখা। যখন জীবনের একটা কঠিন সময় পার করছিলাম।
তখন মনে হতো বোধহয় জীবনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। অনেক মন খারাপ, অনেক হতাশা নিয়ে তখন দিন কাটাতাম। একপাশে মাকে হারানোর কষ্ট, অন্যদিকে নিজের ভালোবাসা। দুহাত ধরে আগলে রাখার প্রবল চেষ্টা প্রতিদিন হতাশার জন্ম দিতো মনে। তখন মনে হতো সেই মানুষটি ছাড়া বোধহয় জীবনটা একেবারেই অচল, অন্ধকার।
জানিনা আপনার বিষয়বস্তুর সাথে আমার লেখা কতখানি সামঞ্জস্যপূর্ণ, তবে মনে হলো কবিতাটি শেয়ার করা যাক আপনাদের সাথে। ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকা মেয়েটি আজ কোথাও যেন ভালোবাসা থেকে বিশ্বাস হারাতে বসেছে।
কারণ আজকালকার দিনে আমার মতন যারা ভালোবাসাকে মূল্যায়ন করে, তাদেরকে বোকা আখ্যা দেওয়া হয়। তবে এই বোকামির মধ্যে যতটা যত্ন, যতটা আবেগ, লুকিয়ে থাকে তা বোধহয় আজকালকার দিনের অতি চালাক মানুষ গুলোর মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর।
তাই ভালোবাসার আলো জ্বেলে আজও পথ চলছি। প্রত্যাশা বিহীন ভালোবাসায় বোধহয় জীবনে আলোর পথ দেখাতে পারে। কারণ ভালবাসার সাথে যখন প্রত্যাশা যুক্ত থাকে তখনই বোধহয় জীবনটা ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
তাই আমি কাউকে ঠিক কতখানি ভালোবাসবো সে সিদ্ধান্ত একান্তই আমার। অন্য দিকের মানুষটা আমার সেই ভালোবাসার মূল্যায়ন কতখানি করবে সে সিদ্ধান্ত তার। তাই নিজের মতো করে জীবনে পথ চলতে চলতে এতোটুকু শিখেছি যে, অন্যকে ভালোবাসার মানে এটা নয় নিজেকে ভালবাসতে ভুলে যেতে হয়।
সবটুকু উজাড় করে যখন অন্যকে ভালোবাসতে পারি, তখন কিছু ভালোবাসা নিজের জন্যেও রাখা উচিত। আজকাল সেই চেষ্টাতেই ব্রতী হয়েছি। তাই আমার কাছে ভালোবাসা মানে জীবনের এক উজ্জ্বল দিক। আর সেই ভালোবাসা যে শুধুমাত্র খুব প্রিয় মানুষের প্রতি সমর্পণ করতে হবে এমনটা নয়।
এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসা ঈশ্বরকে সমর্পণ করা উচিৎ, কারণ তিনি একমাত্র যিনি ভালোবাসার মূল্যায়ন করেন, বিশ্বাস ঘাতকতা করেন না, আর সব সময় পাশে থাকেন।
যাইহোক আমার লেখা কবিতাটি কেমন লাগলো অবশ্যই সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন। শেষ করার আগে আপনাদের সকলকে অনুরোধ করবো এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আর নিয়ম অনুসারে আমি আমন্ত্রণ জানাবো আমার তিনজন বন্ধু @karobiamin71, @adylinah ও @pinki.chak কে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করে আজকের পোস্টটা এখনেই শেষ করছি। ধন্যবাদ।