কান্নার মাঝেও ফিরে পাওয়ার আনন্দ

in hive-120823 •  21 days ago 

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি অধ্যায়ে আনন্দ আর কষ্ট যেন পাশাপাশি হেঁটে চলে। কিছুদিন আগেই আমার হৃদয়ের একটি কষ্টকর অধ্যায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই মাসের এক তারিখে আমার হাজব্যান্ড তার কর্মস্থলে চলে গিয়েছিল, আর আমি আর আমাদের ছোট্ট মেয়ে মিরা বসেছিলাম একটা নিঃসর্গ বিষাদের মধ্যে। এতদিন একসাথে ছিলাম প্রতিদিনের সঙ্গ আলাপ হাসি মজার অভ্যাসগুলো হঠাৎ থেমে গেলে সেই শূন্যতা যেন গলা টিপে ধরে।

IMG_20250706_144613.jpg

আমার মেয়েটাও বারবার কেঁদে বলছিল আমার বাবা কোথায়? আমার হৃদয়টা কেঁপে উঠছিল।
কিন্তু জীবনের এই অপ্রত্যাশিত মুহূর্তে আল্লাহ যেন আমাদের জন্য একটা ছোট্ট খুশির উপহার পাঠিয়ে দিলেন। যেদিন আমার হাজবেন্ড কর্মস্থলে পৌঁছালো মানে ১ তারিখে সেই দিনই তিনি একজন রোগীকে রক্তদান করেন। অফিস কর্তৃপক্ষ তার এই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ তাকে সাত দিনের ছুটি মঞ্জুর করে এবং এক হাজার টাকা ও একটি হরলিক্স উপহার দেয়।

IMG_20250706_144442.jpg

এই খবরটা আমরা যখন শুনলাম আমাদের আনন্দ আর ধরে না। মনে হলো আল্লাহ যেন আমাদের দোয়া শুনে সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন। ৩ তারিখে আবার আমার হাজব্যান্ড আমাদের কাছে ফিরে আসে। সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না।আমার ছোট্ট মেয়েটা ওর বাবাকে দেখে যেভাবে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওর চোখের আনন্দ মিশ্রিত জল গুলো দেখে আমি নিজেও আর নিজেকে সামলাতে পারিনি।। আমি জানি এই সুখ ক্ষণিকের হতে পারে আবারো তাকে ফিরে যেতে হবে, তবুও এই কটা দিন একসাথে কাটানোর সুযোগ পাওয়াটা অনেক বড় আশীর্বাদ।

IMG_20250706_144422.jpg

এই সময়টা আমরা খুব অন্যরকম ভাবে কাটাচ্ছি। আমার মেয়ে মিরা এখন যেন আরো প্রাণবন্ত। প্রতিদিন ওর বাবার হাত ধরে ধান ক্ষেত দিয়ে ঘুরে বেড়ায়। গ্রামের সৌন্দর্য উপভোগ করে। খোলা মাঠের হাওয়া আর দুজনের একসাথে হাটার দৃশ্যটা দেখে আমার মন ভরে যায়। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বাবা আর মেয়ে সেই ফুুুল তুলতে থাকে। আর এদিকে আমি অপরূপ দৃষ্টিতে চেয়ে থাকি তাদের দিকে। এই দৃশ্যগুলো আমার হৃদয়ের চিরকাল গেঁথে থাকবে। তবে যতই এই ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করি না কেন মনে এক ধরনের অস্থিরতা কাজ করে। কারণ আমি জানি এই আনন্দ ক্ষণিক। আবার সেই বিদায় আসবে আবার আমি আর মিরা একা হয়ে যাব। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাকে ধৈর্য দেন এই বিচ্ছেদ সামলানোর শক্তি দেন।

IMG_20250706_144412 (1).jpg

কিন্তু মন তো আর সব সময় যুক্তি মানে না। একসাথে এতদিন থাকার পর হঠাৎ করে বিচ্ছিন্ন হওয়াটা সত্যিই খুব কঠিন। আমার জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো আমাকে কাঁদায় আবার এমনও মুহূর্ত আসে যেগুলো সেই কান্নার মাঝে একটু আনন্দ এনে দেয়। এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে আমি প্রতিনিয়ত নিজেকে সামলে রাখি আর পরিবারকে আগলে রাখি। আমার এই ছোট্ট গল্পটা শুধু একটি ঘটনা নয় এটি আমার জীবনের আবেগ অনুভূতি আর মায়ার প্রতিচ্ছবি।

আমি বিশ্বাস করি আমাদের মত হাজারো পরিবার আছে যারা দূরত্ব কষ্ট আর আশা নিরাশার মধ্য দিন কাটায়। তাই এই লেখা তাদের সবার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য শান্তি দান করেন। শেষকথা জীবনের পথে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে আমরা কাঁদি আবার সেখানে আল্লাহ একটা খুশির আলো জ্বালিয়ে দেন। সেই আলোতেই আমরা আবার বাঁচার শক্তি পাই। আমার এই গল্প সেই কান্নার মাঝেও ফিরে পাওয়া আনন্দের এক ছোট্ট খন্ড চিত্র।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...