গ্রামের প্রাকৃতিক দৃশ্য

in hive-120823 •  27 days ago 
1000002463.jpg

প্রাকৃতিক দৃশ্যই পারে, মানুষের মন ভালো করতে। আপনার যখন মন খারাপ থাকবে আপনি তখন প্রাকৃতিকের মাঝে মিশে যাবেন দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে।। বিশেষ করে বিকাল মুহূর্তের প্রাকৃতিক দৃশ্য গুলো নজর করে এত সুন্দর লাগে দেখলেই মন জুড়িয়ে যায়।।

1000002479.jpg

আমি ছোট থেকেই গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, তাই গ্রামীণ সবকিছুই আমার অতি পরিচিত। যখন আকাশে মেঘ আসে চারপাশ অন্ধকার, হালকা বাতাস বয়, সেই দৃশ্য মন জুড়িয়ে দেয়। এরকম দৃশ্য বর্ষাকালে অনেক বেশি দেখতে পাওয়া যায়, এছাড়াও গ্রামীণ পরিবেশের দিকে তাকালে অন্যরকম এক প্রশান্তি পাওয়া যায়।। চারপাশে সবুজ দৃশ্য খুব সহজে মন কাড়ে। আর এই দৃশ্য প্রতিনিয়তই উপভোগ করা হয়।

1000002477.jpg

বিকাল মুহূর্তে প্রতিদিনই চেষ্টা করি একটু বাইরে বের হওয়ার আর একেক সময় প্রাকৃতিক দৃশ্য এক এক রকম হয়ে থাকে।। যেটা দেখতে সত্যি অনেক ভালো লাগে।। কখনো আকাশ সাদা কখনো মেঘলা কখনো আবার অন্যরকম দৃশ্য যা দেখলে মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি।

1000002468.jpg
1000002474.jpg

গ্রামের আঁকাবাঁকা মেজো রাস্তা দুপাশের গাছ তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া দৃশ্য সত্যিই অসাধারণ। আর এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই উপভোগ করা সম্ভব। শহরে এরকম মনোরম পরিবেশ ও মন ভরিয়ে দেওয়ার মত দৃশ্য খুবই কম নজরে পড়ে। গ্রামে বসবাস করার এটাই এক অন্যরকম পোশান্তি।।

1000002464.jpg
1000002465.jpg

এছাড়াও গ্রামে দেখতে পাওয়া যায় ছোট ছোট বিল যে বিলে গ্রামের মানুষজন মাছ ধরে।। এই দৃশ্যগুলো বা এই মুহূর্তগুলো অসাধারণ।। যখন সবাই মিলে কোন একটা বিলে নেমে মাছ ধরে তখন মাছ ধরা চাইতে আনন্দ বেশি উপভোগ করা যায়। এছাড়াও গ্রামের ছোট ছোট অনেক আনন্দের মুহূর্ত থাকে যেগুলো মানুষ প্রতিনিয়ত উপভোগ করে থাকে।

1000002479.jpg
1000002475.jpg
1000002472.jpg

বাসা থেকে কিছুটা দূরে ছোট একটা ব্রিজ রয়েছে যেখানে যেয়ে বসে থাকলে প্রাকৃতিক দৃশ্য খুব কাছ থেকে উপভোগ করা যায়। দুপাশে বিল আর মাঝখানে সেই ব্রীজ অবস্থিত যেখানে বসে মানুষ অনেক গল্প এবং গরমের সময় বাতাস উপভোগ করে।। এছাড়াও গ্রামীণ মানুষজন সকল মুহূর্তে এখানে বসে অনেক গল্প করে তারপরে সবাই চলে যায় যার যার কর্মে। সত্যি এই দৃশ্যগুলো বা এই মুহূর্তগুলো অসাধারণ কারণ গ্রামে মানুষজন ঘুম থেকে উঠে সবাই একত্রিত হয় কোন একটা রাস্তার মোড় বা ছোট ব্রিরিজে।।

আমিও প্রায় বিকালে মুহূর্তে এই ব্রিজে এসে বসে থাকি।। অনেক সময় অনেকের সাথে সাক্ষাৎ হয় কথা হয় তখন অনেক ভালো লাগে।। কারণ গ্রামের মানুষজন রাস্তা দিয়েই চলাচল বেশি করে তাই রাস্তার মাঝে বসে থাকলে সবার সাথে সাক্ষাৎ হয় এটা সত্যি অনেক বড় পাওয়া।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

অনেকদিন পর এত সুন্দর একটি পোস্ট পড়ে সত্যি খুব ভালো লাগলো। বিশেষ করে গ্রাম বাংলার প্রতিটি ছবি অসাধারণ। গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দর বলে গ্রামের মানুষগুলো খুব সহজ হয়ে থাকে।

গ্রামের খালে- বিলে মাছ ধরতে বেশ ভালোই লাগে এবং সেগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই মাছগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে আমার কখনো এরকম বিলে গিয়ে মাছ ধরা দেখার সুযোগ হয়নি।

আপনারা অনেক ভাগ্য বান, এই সুন্দর সুন্দর প্রকৃতির, সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর পরিবেশের সাথে নিজেদেরকে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ,ভাইয়া।