![]() |
---|
আমরা অনেক সময় অনেক কাজ করতে যেয়ে অনেক কারণেই অনেক সমস্যার সম্মুখীন হই।। কিন্তু এই সমস্যাগুলো আমরা নিজেরা সমাধান করতে না পারার জন্য অন্য মানুষের কাছে ছুটে যায়।। অনেক সময় ছোট ছোট কোন বিষয়ের জন্য আমরা অনেক বিলম্বনার মধ্যে পড়ে যায়। আর যদি সে বিষয়ে আমাদের জ্ঞান থাকে তাহলে আর কোথাও যেতে হয় না নিজেরাই প্রাথমিকভাবে সেই সমস্যার সমাধান করতে পারি।।
![]() |
---|
আজকে আমাদের কমিউনিটি ক্লিনিকে ছোট একটা মিটিং ছিল ,, যদিও তিন মাস অন্তর অন্তর এরকম মিটিং করা হয়,, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।। বিশেষ করে মেয়েদের বিষয়ে আলোচনা বেশি হয় বাল্যবিবাহ ও মেয়েদের নানার রকম সমস্যার বিষয় নিয়ে আলোচনা বেশি হয় ।। অনেক সময় অনেক মেয়েরা ছোট ছোট সমস্যার জন্য অনেক ভয় পায় আবার ডাক্তারের কাছে ছুটে যায়।। বিশেষ করে বাচ্চা প্রসব এর আগ মুহূর্তে ।। আজকে এগুলো বিষয় নিয়ে আলোচনা হয় বিশেষ করে মেয়েরা বাসায় থেকে প্রার্থমিকভাবে নিজেরাই নিজের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে পারে।।
![]() |
---|
আমাদের সরকার যাই কিছু করুক না কেন প্রতিটি গ্রামে এরকম একটা করে কমিউনিটি ক্লিনিক দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যার মাধ্যমে গ্রামের অনেক পরিবার বিনামূল্য চিকিৎসা প্রদান করতে পারে।। যদিও বড় বড় রোগের সমস্যা সমাধান এখানে হয় না কিন্তু তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হয় যার ফলে সে সঠিক চিকিৎসা নিতে পারে।।
আজ গ্রামের অনেক মানুষ সঠিক পরামর্শ না পাওয়ার জন্য অনেক সমস্যার মধ্যে পড়ে যায়।। দেখা যায় সঠিক পরামর্শ না পাওয়ার জন্য অনেকের অনেক কথা শুনে অনেক জায়গায় ছুটে যায়।। তারপরও সমস্যার সমাধান করতে পারে না এতে করে তারা অনেক অর্থ খরচ করেও এর সমাধান করতে পারে না।। তাই এরকম ক্লিনিক থাকায় যারা সমস্যায় পরে তারা এখানে এসে সঠিক পরামর্শের মাধ্যমে সঠিক জায়গায় যেয়ে চিকিৎসা নিতে পারে।।
আসলে সমাজের সবচাইতে বড় সমস্যা হচ্ছে বাল্যবিবাহ যেটার জন্য আজ হাজারো মেয়ে মৃত্যুর মুখে ঠেলে পড়ছে।। একটি ছোট মেয়েকে বিয়ে দিলে তার পরিপূর্ণ জ্ঞান ও শারীরিক গঠন থাকে না যার ফলে সেই মেয়েটা কম বয়সে বাচ্চা নেওয়ার ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হয়।। একটা সময় দেখা যায় সেই মেয়েটা বাচ্চা প্রসব করার সময় চির বিদায় নিয়ে চলে যায়।।
আমার এক আঙ্কেলের বোনেরও বাল্যবিবাহ হয়েছিল এবং কম বয়সে বাচ্চা নেওয়ার ফলে বাচ্চা প্রসব সময় সে মারা যায়।। আর এরকম ঘটনা বাংলাদেশে অনেক জায়গায় এখনো চললাম বিশেষ করে গ্রাম অঞ্চলে।। তারা মনে করে একটা মেয়েকে বিয়ে দিলে তাদের ঝামেলা শেষ কিন্তু আসলে কি ঝামেলা শেষ হয় কখনই না ঝামেলা আরো বৃদ্ধি পায় এই অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য।।
এরকম কমিউনিটি ক্লিনিক গুলো মানুষের পাশে এসে দাঁড়ানোর ফলে আজ অনেক মানুষ সচেতন হচ্ছে এবং সঠিক পরামর্শ পাচ্ছে।।