Better Life with Steem || The Diary Game || June 17, 2025

in hive-120823 •  2 months ago 

thumb.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৭ই জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকেও আমার ঘুম থেকে উঠতে যথেষ্ট দেরী হয়ে গেলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে প্রায় ১১টা ৩০ বাজতে চলেছে। বেশ বুঝতে পারলাম যে আজকে আর আমার রান্না করা হবে না, আজ অনলাইনে অর্ডার করে খাবার আনতে হবে। যাইহোক, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম।

তারপর আমি রিলায়েন্স জিও মার্ট থেকে অনলাইনে ১ কেজি হিমসাগর আম আর ১ কেজি ল্যাংড়া আম অর্ডার করলাম। আজকে ১০ মিনিটের মধ্যে আমাকে অর্ডার ডেলিভারি দিয়ে গেলো।

“দুপুর”

3.jpg

4.jpg

5.jpg

দুপুর ১টার পরে আমি আপনজন রেস্টুরেন্ট থেকে সুইগির মাধ্যমে অনলাইনে ২টো নিরামিষ থালি অর্ডার করে দিলাম। আধঘন্টার মধ্যে অর্ডার ডেলিভারি দিয়ে যাবার পর আমি কাজের মাসী আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। একটু পরে কাজের মাসী এসে কাজ করে দিয়ে যাবার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ঢ্যাঁড়শ আলুর তরকারী, আলু পটলের তরকারী এবং কাঁচা আমের চাটনি। লাঞ্চ হয়ে যাবার পর আমি ২টো পাকা ল্যাংড়া আম খেয়ে কয়েক ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

6.jpg

7.jpg

বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ ঘুম থেকে উঠে আজও আমি চা খেলাম না। তার বদলে রসনা আম পান্না খেয়ে আমি হাঁটতে বের হলাম। মেন রোড দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমি আজকেও লেকের ধারে ১৫ মিনিটের মতো বসে থাকলাম। এরপর সন্ধ্যে হলে আমি বাড়ী ফিরে সন্ধ্যে দিলাম। তারপর আমি এক কাপ চা করে ল্যাপটপ অন করে স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি পোস্ট করে দিলাম। তারপর আমি আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করতে থাকলাম। রাত ১০টা নাগাদ আমি আমার শালীকে ভিডিও কল করে আমার মেয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। ও যদিও এখনও কথা বলতে শেখেনি তবে নানা রকম আওয়াজ করে আমার কথার জবাব দিচ্ছিল।

মেয়ের সাথে কথা হয়ে যাবার পর আমি বেশ কিছু সময় ধরে ইউটিউব ভিডিও দেখতে থাকলাম। TradiSwad এর গ্রামবাংলার ভিডিওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। চ্যানেলের মালিক শানুর ২টো ইউটিউব চ্যানেল আছে, একটার নাম TradiSwad আরেকটার নাম TradiSwad Vlog.

রাত ১১টা নাগাদ রোজকার মতো দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। মা মারা যাওয়ার পর থেকে দিদি রোজ রাতে আমায় একবার দেখে যায়। ও ভালো করেই জানে যে আমি স্বাভাবিক জীবনযাপন করি না। দিদি বাড়ি ফিরে যাওয়ার পর আমি ডিনার করে নিয়ে শুতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১৭ই জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবনটা এখন কত সহজ হয়ে গেছে। অর্ডার দিলেই মনপছন্দ জিনিস বাসায় চলে আসে কয়েক মিনিটের মাঝে। অথচ আমাদের আগের জেনারেশনের মানুষগুলো কত কষ্ট করেছে ভাবলে কষ্ট লাগে।
মেয়েতো এখন বেশ বোরো হয়ে গেছে। এখন সম্ভব হলে কাছে নিয়ে আসুন। মেয়ের বড়ো হওয়টা কাছ থেকে দেখা মিস করতেছেন। এই সময়টা ফেরত আনা যাবে না।

আমার কোনো উপায় নেই নাহলে মেয়েকে কাছে নিয়ে রাখতাম। আমি আমার মেয়েকে প্রতি মুহূর্তে মিস করি।

Loading...

Congratulations!
This post has been curated by
Team #5
![image-2.png](
@mikitaly

@mikitaly, Thank you for your humble support.