Better Life with Steem || The Diary Game || June 14, 2025

in hive-120823 •  last month 

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৪ই জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

thumb.png

“সকাল”

1.jpg

আজকেও সকালে ঘুম থেকে উঠতে আমার বেশ দেরী হয়ে গেলো। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে ১১টা বাজতে চলেছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা খেতে খেতে খবরের কাগজ পড়ে নিলাম। তারপর আমি পাড়ার মুদি দোকানে গিয়ে কিছু সদাইপাতি করলাম। আজকেও আমি ব্রেকফাস্ট করলাম না, একবারে লাঞ্চ করবো। বাড়ী ফিরে আমি বাসি বাসনপত্র সব মেজে ফেললাম কারণ কাজের মাসী আজ আর আগামীকাল আসবে না, দুইদিনের ছুটি নিয়েছে।

“দুপুর”

2.jpg

3.jpg

4.jpg

দুপুর ১টা বাজলে আমি সুইগির মাধ্যমে অনলাইনে লাঞ্চ আর ডিনারের জন্য দুই প্যাকেট খাবার অর্ডার করলাম। খাবার ডেলিভারি দিয়ে গেলে আমি স্নান করে নিলাম। তারপর আমি লাঞ্চ করতে বসলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, টক ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারী, ধোকার ডালনা এবং কাঁচা আমের চাটনি। লাঞ্চ হয়ে যাবার পর আমি দুটো পাকা ল্যাংড়া আম খেয়ে ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

5.jpg

6.jpg

বিকেলবেলায় আমি যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। আমি এক কাপ চা খেয়ে নিয়ে কিছুক্ষণ লেকের পাড়ে গিয়ে বসে থাকলাম। তারপর বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে যথেষ্ট কাজের চাপ আছে। আজ আর স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা হয়ে উঠবে না।

“রাত”

7.jpg

8.jpg

রাত ৮টা নাগাদ জিও মার্ট থেকে অনলাইনে ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি হিমসাগর আম এবং ১ কেজি ল্যাংড়া আম অর্ডার করলাম। আধ ঘন্টার মধ্যে আমার ফ্ল্যাটে অর্ডার ডেলিভারি দিয়ে গেলো। দেখলাম যে ৩টে হিমসাগর আমেই ১ কেজি হয়ে গেছে। এর মধ্যে ২টো আম বেশ বড়ো সাইজের। ল্যাংড়া আম পেয়েছি ৪টে। আজকেও পেঁয়াজের ওপর অফার ছিল। আমি ১ কেজি পেঁয়াজ কিনেছি মাত্র ৫ টাকায়।

যাইহোক, অর্ডার ডেলিভারি নেবার পরে আমি আবার অনলাইনে কাজে মন দিলাম। রাত ১০টা নাগাদ ফোনে স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললাম। আমার মেয়ের ততক্ষণে খাওয়া হয়ে গেছে। ও শুনলাম এখন মাছ, মাংস, ডিম কিছু খেতে চাইছে না। শুধু টক দই আর ফল একটু খাচ্ছে। এরপর আমি কিছুক্ষণ ফেসবুক ঘাঁটলাম। তারপর কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম।

এরপর রাত ১১টা নাগাদ দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ী চলে গেলে আমি ডিনার করে নিলাম। লাঞ্চে আমি যে যে পদগুলি খেয়েছি, ডিনারে সেই একই জিনিসগুলো খেলাম। ডিনার করা হয়ে যাবার পর আমি আবারও কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখলাম। আমি রান্নার ভিডিওগুলো আজকাল বেশি দেখছি। তারপর ঘুম পেয়ে গেলে আমি ল্যাপটপ বন্ধ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১৪ই জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...