
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২রা জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।






আজকে সকাল ১০টার সময় আমি বিছানা ছেড়ে উঠলাম। যদিও ঘন্টাদুয়েক আগেই আমার ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা ছাড়তেই আমার ইচ্ছে করছিল না আর এটা বেশ কয়েকদিন ধরে আমার সাথে হচ্ছে। যাইহোক, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজ পড়ে নিলাম। সকাল ১১টা নাগাদ BlueStone থেকে আমায় সোনার চেন ডেলিভারি দিয়ে গেলো। চেনটা খুব সুন্দর দেখতে হয়েছে। দুদিন আগে আমি এই সোনার চেনটা অর্ডার করেছিলাম। আজকেও আমি আর ব্রেকফাস্ট করবো না, একবারে লাঞ্চ করবো। আজকেও আমার দ্বারা রান্না করা হবে না। অনলাইনে খাবার অর্ডার করে খেতে হবে।



দুপুর ১টার পরে আমি আপনজন রেস্টুরেন্ট থেকে অনলাইনে সুইগির মাধ্যমে দুটো নিরামিষ থালি অর্ডার করলাম। তারপর আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লেখা শুরু করলাম। ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। এরপর খাবার ডেলিভারি দিয়ে গেলে আমি কাজের মাসীর আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। মাসী এসে কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, আলু পটলের তরকারী, আলু ঢ্যাঁড়সের তরকারী এবং কাঁচা আমের চাটনি। লাঞ্চের পর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।


বিকেলবেলায় আমি যখন ঘুম থেকে উঠলাম তখন ৫টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়ে হাঁটতে বের হলাম। মেন রোড দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমি লেকের পাড়ে এসে আধঘন্টার মতোন সময় ধরে বিশ্রাম নিলাম। এরপর সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ী ফিরে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দেওয়ার পর আমি এক কাপ চা করে অনলাইনে কাজ করতে বসলাম।
আমার অনলাইনে কাজ যখন শেষ হলো তখন রাত ১০টা বেজে গেছে। আমি তারপর Gram Chikitsalay ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। বেশ ভালোই লাগছিল আমার ওয়েব সিরিজটা দেখতে। ৩টে এপিসোড দেখার পর দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ী চলে গেলে আমি ডিনার করে নিয়ে আবার Gram Chikitsalay ওয়েব সিরিজ দেখা আরম্ভ করলাম।
রাত ১১টা ৩০ মিনিট নাগাদ আমি আমার স্ত্রীর সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বললাম। ভিডিও কলের মাধ্যমে আমার মেয়েকে দেখলাম, কিন্তু ও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমার বউয়ের সাথে কথা শেষ হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ইউটিউব ভিডিও দেখলাম। তারপর ফেসবুকে কিছুক্ষণ চ্যাট করার পর যখন আমার ঘুম পেয়ে গেলো আমি সবকিছু সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২রা জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1940802550040838550
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sduttaskitchen, Thank you madam for your humble support.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit