আমি মনে করি ||সনাতনী বিবাহিত মেয়েদের শাঁখা সিঁদুর হল শ্রেষ্ঠ অলংকার||

in hive-120823 •  2 months ago  (edited)
Untitled design.png
Made by Canva

Hello,

Everyone,

কিছুদিন পূর্বে একটা ভাবী আমাকে প্রশ্ন করেছিলেন, বৌদি আপনারা কেন শাঁখা সিঁদুর পরেন? এটা পরলে কি হয় ? এটার কোন বৈজ্ঞানিক উপকারিতা আছে?,
শুধু সামাজিক নিয়ম তাই পরা হয়?এরকম কিছু প্রশ্ন করে আমায়।

আমার মনে কখনো এরকম ভাবনা আসেনি । আমি এত দিন ভেবে এসেছি যে,শাঁখা সিঁদুর পরা আমাদের সনাতন ধর্মের রীতিনীতি । ছোটবেলা থেকে দেখে এসেছি আমার ঠাকুমা, আমার মা, আমার দিদা, আমার মাসি সবাই শাঁখা সিঁদুর পরে আসছেন। আমার ধারণা ছিল যে বিবাহিত মেয়েদের প্রথম পরিচয় বা চিহ্ন হল এই শাঁখা সিঁদুর ।

শাঁখা সিঁদুর পরা দেখে একটি মেয়েকে বোঝা যায় সে বিবাহিত ।এটা আমাদের ধর্মীয় রীতিনীতি হিসেবে দিনের পর দিন এই মেনে আসছে । স্বামীর মঙ্গল কামনার জন্যই স্ত্রী সেই বিয়ের শুরু থেকে শাঁখা সিঁদুর পরে থাকেন। এই শাঁখা সিঁদুর তাকে স্বামীর পরিচয় পরিচিত করে ।

আমারও এর সম্বন্ধে বিস্তারিত জানার খুব আগ্রহ ছিল। সেদিন ইস্কন মন্দিরে গিয়েছিলাম ,সেখানে প্রভুজির কাছে আমি এ সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছিলাম।
তিনি বিস্তারিত আমাদের সাথে আলোচনা করলেন ।শুধু ধর্মীয় রীতি নয় ,এর যে বিজ্ঞানী অনেক উপকারিতা আছে তাও আমাদের সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। কথা গুলো শুনে খুবই ভালো লাগলো।

1000013027.jpg1000013029.jpg

শঙ্খ হল পবিত্র বস্তু। শঙ্খ দিয়ে শাঁখা তৈরি করে তা পরিধান করে ,যার সংস্পর্শে আসলে নারীদের স্বত্ত্ব গুনের বৃদ্ধি হয় । লাল সিঁদুর হলো রজঃ গুনের প্রতিক এবং নোয়া / কর হল তমঃ গুনের প্রতিক । এই তিনটি গুণের প্রতিক হিসেবে শাঁখা ,সিঁদুর ও নোয়া নারীরা ধারণ করে থাকেন। তাতে বিবাহিত নারীদের লক্ষী সমতুল্য বলা হয়। যা দেখে অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিত মেয়েদের সহজে আলাদা করা যায়।

1000013061.jpg1000013051.jpg

এর মধ্যে কিছু কিছু নারী শাঁখা সিঁদুর পরিধান করে না ,আবার অনেকেই জানেন না কিভাবে সিঁদুর নিতে হয় এবং সিঁদুর পরার মন্ত্র কি ?
অনেকে মনে করে , সনাতন ধর্মে এর কাল্পনিক নিয়ম রয়েছে। তবে , শাঁখা সিঁদুরের বৈজ্ঞানিক অনেক গুনাগুন আছে, তা এই বৈজ্ঞানিক গুনাগুন আলোচনা করলে আমরা বুঝতে পারবো।

আমাদের সেই সনাতন বৈদিক মুনি ঋষিরা এমনিতেই এই বিধান গুলো বানাননি ।তারাও বড় বড় বৈজ্ঞানিক ছিলেন । আমাদের রক্তে তিনটি উপাদান রয়েছে।শাখায় রয়েছে ক্যালসিয়াম ,সিঁদুরে রয়েছে মার্কারি বা পারদ এবং নোয়ায় রয়েছে আয়রন ।তিনটি প্রধান উপাদান আমাদের মানব শরীরে অত্যন্ত প্রয়োজন। নারীদের প্রতি মাসে ঋতুস্রাবের সময় এই উপাদানগুলোর অভাব হয়ে যায় এবং এই তিনটি জিনিস ধারণ করার এই তিনটি উপাদানের অভাব কমিয়ে দেয়। এরকমও অনেক কথা প্রভু জি আমাদের সাথে আলোচনা করেছেন ।সবতো আমার মনে নেই।

IMG_20250523_215750.jpgIMG_20250523_215856.jpg

তবে আমি শাঁখা, সিঁদুর ও পলা পরতে ভালবাসি।সেই বিয়ের দিন থেকে শুরু করে এখন পরে আসছি। আমার স্বপ্নের অলঙ্কার থেকে বিভিন্ন ধরনের শাঁখা কালেকশন করতে ভালো লাগে। বাঁধানো শাঁখা আমার খুব প্রিয়। বিয়ের আগে ভাবতাম প্রতি বছর এক জোড়া শাঁখা বাঁধাবো ।স্বপ্নের মূল্য দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে যাতে প্রতিবছর বাঁধানো সম্ভব হচ্ছে না। চেষ্টা করছি কিছু কিছু ভালো লাগার ডিজাইন বাঁধানোর ।

অনেক অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য শঙ্খ কেটে শাঁখা না বানিয়ে, হাত -পা ভেঙ্গে গেলে যে সাদা প্লাস্টার ব্যবহার করা হয় সেগুলো দিয়ে শাঁখা বানাচ্ছে। যেগুলো দেখলে সাধারন মানুষ বুঝতে পারবেনা। মন কারা ডিজাইন দেখে বোঝার উপায় নেই। অধিক মূল্য দিয়ে কিনে অনেকে প্রতারিত হচ্ছেন।এমনি কথা বললেন শাঁখারি বাজারের এক বিক্রেতা।

আসল শঙ্খ দিয়ে কাঁটা শাঁখার মূল্য বৃদ্ধি পেয়েছে। শঙ্খের গুঁড়া রূপচর্চায় মেয়েরা ব্যবহার করে থাকেন। কিছু ভাবীকে দেখলাম শঙ্খের আংটি ব্যবহার করেন। তিনি অনেক উপকার পেয়েছেন। অনেক হলো কথা, আজ এখানেই বিদায় নিচ্ছি । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।|


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Thank You So Much For Reading My Blog

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

একদমই তাই দিদি হিন্দু ধর্মে প্রত্যেকটা মেয়ে শাখা সিঁদুর এর থেকে বেশি সৌন্দর্য আর কিছুই হতে পারে না। এগুলো প্রত্যেকটা বিবাহিত মেয়ের কাছে অমূল্য সম্পদ। ছোটবেলা থেকেই মা দিদাদের দেখে বড় হয়েছি। কথায় আছে সিঁদুরের দাম ২ টাকা হলেও সেটা পড়ার ভাগ্য সকলের থাকে না। এর জন্য অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। শাখা সিঁদুর অলংকার সম্পর্কে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।