বাস্তবতা

in hive-129948 •  last month 

beard-1845166_1920.jpg

Source

আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি। আমাদের একটি আলাদা নিজস্ব জগত রয়েছে যেই জগতে আমরা সকলেই রাজা এবং সেভাবে করেই আমরা সবকিছু কল্পনা করি হয়তো আপনারা সেটা অন্যভাবে করেন ও আমি সেটা অন্যভাবে করি। তবে প্রত্যেকের কাছে একটি কল্পনার জগত রয়েছে যখন আমরা কল্পনায় হারিয়ে যাই তখন আমরা সেই জগতে গিয়ে নিজের মনকে ভালো করার চেষ্টা করি। তবে বাস্তবতা সম্পন্ন ভিন্ন, বাস্তবতার কাছে বারবার আমরা হেরে যাই এবং বাস্তবতার কাছে মাথানত করি।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাস্তবতায় বাঁচা উচিত। বাস্তবতার সাথে সবসময় একটি আলাদা সম্পর্ক রাখা উচিত। আমাদের প্রত্যেকের জীবনের নানান ধরনের সমস্যার জর্জরিত থাকে। এটা একটি কমন বিষয় এবং এটা আমাদের মৃত্যুর আগ দিন পর্যন্ত এটা থাকবেই। কিন্তু এর মাঝেই আমাদের জীবনকে এমনভাবে গুছিয়ে নিতে হবে যেন আমরা এই সমস্যার মধ্যেও নিজের জীবনকে উপভোগ করতে পারি, নিজের পরিবারকে সময় দিতে পারি এবং নিজেদের ইচ্ছাগুলো পূরন করতে পারি।

বাস্তবতা হলে একটি মরীচিকার মতো যেখান থেকে আমরা খুব সহজে বের হয়ে আসতে পারি না। তবে দূর থেকে বলে দেখে মনে হয় সেটা অসম্ভব সুন্দর একটি বিষয়। ঠিক তেমনটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা এই বাস্তবতার মায়াজালে যে ভালোভাবে পড়েছে সেই শুধুমাত্র জানে এই জীবনের কতটা কষ্ট। এই জীবনে বেঁচে থাকতে গেলে কতটা পরিমাণ কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Every human being is different, but we always have one thing in common, and that is a palpable reality: we have dreams, hopes, our desire to move forward, to seek a better path. We go through many situations that we must improve, to find solutions to what comes our way on a daily basis. Life is full of obstacles, but human strength and free will lead us to seek the best to overcome any suffering. Be strong and brave, so that your own world and your dreams become more of a reality than a dream every day.