কার্টুন আমাদের শৈশবের একটি অংশ

in hive-129948 •  6 days ago 

groundhog-8557142_1920.png

Source

আমরা যখন একেবারেই ছোট ছিলাম তখন কার্টুন বলতে কোন কিছুই বুঝতাম না। যখন একটু বুঝতে শিখলাম আস্তে আস্তে বড় হতে শিখলাম। এদিকে টেকনোলজিও একটু ডেভেলপ হতে থাকলো। আমাদের ঘরে ঘরে টেলিভিশন এবং সিডি ডিভিডির মতো বিভিন্ন ডিভাইজ আসতে শুরু করল। তখনই আমরা কার্টুনের সাথে সর্বপ্রথম পরিচিতি লাভ করি। তখন যেকোনো কার্টুন এই আমাদের অনেক বেশি ভালো লাগতো। তবে কার্টুনের মধ্যে টম এন্ড জেরি এবং ডোরেমন কার্টুন আমার অনেক ফেবারেট ছিল।

আমাদের জীবনের শৈশবটা অন্যরকম ভাবে কেটেছে। আমরা যেরকম এনালগ যুগে বসবাস করেছি ঠিক তেমনিভাবে প্রযুক্তির নির্ভরশীলতার মধ্যেও কিন্তু আমরা বর্তমানে জীবিকা নির্বাহ করছি। এই যে মাঝখানের সময়টা, এই সময়টা হয়তো অনেকেই কল্পনা করতে পারবে না। কারণ আমরা এমন একটি জেনারেশন, যে জেনারেশনে আমরা একদম টেকনোলজির শুরু থেকে সবকিছু দেখেছি এবং বর্তমান টেকনোলজি ব্যবহার করছি। ঠিক তেমনি একটি টেকনোলজি হচ্ছে কার্টুন।

আমার এখনো স্পষ্ট মনে আছে বাবা দোকান থেকে মাঝেমধ্যেই কার্টুনের সিডি নিয়ে আসতো এবং আমি মাঝেমধ্যেই টিভিতে সিডি লাগিয়ে সেই কারণ গুলো দেখতাম এবং উপভোগ করতাম। সেই যে আনন্দ সেটা আসলে বলে বোঝাতে পারবো না সেই আনন্দগুলো কিভাবে ভাষায় প্রকাশ করতে হয় সেই বিষয়টাও আমার স্পষ্ট জানা নেই। তারপরও এই যে শৈশবের আনন্দগুলো সেটা হয়তো হাজার কোটি টাকা দিয়েও বর্তমানে কেনা সম্ভব নয়। আপনারা কি মনে করেন অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Life was simple yet joyful in childhood. There were times when I’d save money for a whole month just to buy a CD, all for that moment of happiness.