আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
টাকা এবং রুচি আসলে যেনো একই সাথে চলে কিংবা একটার সাথে একটা জড়িত। হ্যাঁ, যদি একটা ভাবে যদি চিন্তা করতে যাই। তাহলে সত্যিই টাকার সাথে রুচি অনেকটা সম্পর্কিত। কারণ ধরুন আমার রুচি খুব বেশি ভালো। কিন্তু আমার টাকা নেই। তো সে ক্ষেত্রে আসলে আমি কোনো জিনিসকে সেভাবে গোঁছাতে পারবো না কিংবা সাঁজাতে পারবো না। যতোটা আমার টাকা থাকলে আমি পারতাম তো সেই ক্ষেত্রে বলা চলে যে রুচি থাকলেই হয় না টাকাটাও থাকতে হয়।
কিন্তু তার বিপরীতে টাকা থাকলে রুচি হয়ে যায় না। কারণ আমি বেশিরভাগ বড়লোকের ঘরে গিয়ে দেখেছি। অর্থাৎ যাদের আসলে এতো বেশি সম্পত্তি রয়েছে যে তারা হয়তো নিজেরাও জানে না যে তাদের আসলে কতো পরিমান এর সম্পত্তি রয়েছে। কিন্তু তাদের রুচি নিয়ে যদি বলতে চাই। তাহলে তাদের রুচির অবস্থা এতোটাই মারাত্মক যে, তাদের রুচি দেখলে আসলে কান্না পায়। আর এটাই মনে হয় যে তাদের আসলে কোনো টাকা পয়সা না থাকলে বুঝি আরো বেশি ভালো হতো।
তাই যারা মনে করে যে টাকা হলেই মানুষের রুচির উন্নতি হয়। তারা আসলে সম্পূর্ণভাবে ভুল। কারণ টাকা থাকলে রুচি আপনা আপনি চলে আসে না। রুচি একেবারে মানুষের ব্যক্তিত্বের একটা জিনিস এবং এটা সম্পূর্ণভাবেই নিজস্ব ব্যক্তিগত একটি ব্যাপার এবং রুচি এমন একটি ব্যাপার যেটা চাইলেই দ্রুত চলে আসে না। কারণ এটা একটা মানুষের মধ্যে নিজে থেকেই তৈরি হয় এবং নিজের চাওয়া থেকেই তৈরি হয়। তাই আসলে আমাদের সকলের উচিত নিজের রুচি ঠিক করা।