আমাদের এই জীবন বড়ই অদ্ভুত। ছোটবেলায় যখন থেকে জন্মগ্রহণ করেছি একটার পর একটা জিনিস শিখেই যাচ্ছি। এবং সেভাবে করেই আমাদের জীবিকা নির্বাহ করছি। যখন ছোট ছিলাম তখন কোন কিছুই বুঝতাম না। তখন আস্তে আস্তে স্কুলে যেতে শুরু করলাম একপর্যায়ে স্কুল শেষ হল, কলেজে যেতে শুরু করলাম। এরপরে কলেজ জীবনের শেষ হয়ে গেল। পরবর্তীতে আসলো বিয়ের জীবন।
সংসার জীবনে খুব বেশি একটা সময় অতিবাহিত করে নি। তবে এখন কেন জানি মনে হচ্ছে শুধুমাত্র মৃত্যুর জন্যই অপেক্ষা করছি। এছাড়া জীবনে পাওয়ার মত আর তেমন কিছুই নেই। এই বিষয়গুলো জানিনা হঠাৎ করেই কেন জানি মাথার মধ্যে নাড়া দিয়ে উঠছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কত কিছুই না করেছি, কতকিছুর অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। কিন্তু যেদিন মৃত্যু আসবে সবকিছুই শেষ হয়ে যাবে টাকা পয়সা আত্মীয়-স্বজন বিভিন্ন ধরনের সম্পর্ক সবকিছুই নিমিষেই শেষ হয়ে যাবে।
তারপরও সৃষ্টিকর্তার কাছে অকুল আবেদন করছি, আমি যেন একটি ভালো মানুষ হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। অন্ততপক্ষে মানুষ যেন আমাকে ভালো মানুষ হিসেবেই চেনেন এবং আমার কোন কথাই এবং কোন ব্যবহারে যেন কোন মানুষ কখনোই কষ্ট না পায় সেই বিষয়গুলো বারবার লক্ষ্য রাখার চেষ্টা করি। জীবনের অর্থই হচ্ছে একমাত্র পথ সেটা হচ্ছে মৃত্যু, আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।