আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের দেশকে নিয়ে গর্ব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের দেশ সব থেকে শ্রেষ্ঠ। আসলে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সকল দেশের মানুষের মধ্যে হওয়া উচিত। আর আমরা কখনো নিজেদের দেশকে নিয়ে কোন খারাপ কথা বলবো না এবং অন্যদের দেশকে নিয়েও কোন ধরনের খারাপ কথা বলতে চেষ্টা করবো না। আসলে প্রকৃত দেশপ্রেমিক লোকেরা কখনো নিজেদের দেশের ক্ষতি চায়না এবং অন্যান্য মানুষের দেশেরও কোন ক্ষতি চায় না। যারা নিজেদের দেশকে সম্মান করতে পারে তারা কিন্তু অন্য দেশকেও সম্মান করতে পারে। আর আমরা সবসময় নিজেদের দেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করব। আসলে এই দেশ হলো আমাদের মাতৃভূমি আর এই মাতৃভূমিকে নিয়ে আমাদের গর্ব করা অবশ্যই উচিত।
এই পৃথিবীতে আমরা কিছু কিছু মানুষকে দেখতে পাই যারা কখনো নিজেদের দেশকে নিয়ে গর্বিত মনে করেনা। আসলে তারা নিজেদের দেশের খারাপ জিনিস গুলোকে বড় করে অন্যের সামনে তুলে ধরে এবং এই খারাপ জিনিস গুলোর জন্য তারা নিজেদের দেশকে ঘৃণা করেন। কিন্তু তারা চাইলেই এই খারাপ জিনিস গুলো দেশ থেকে দূর করতে পারে। আসলে তারা একটা খারাপ ধরনের ব্যক্তি হয়। আর এই ব্যক্তিদের সামনে আপনি যত ভালো কিছুই তুলে ধরুন না কেন তারা কিন্তু সব সময় খারাপ জিনিসটা নিয়ে পড়ে থাকে। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশের জন্য কিন্তু আমরা সব সময় কাজ করবো এবং দেশকে মন প্রাণ দিয়ে সবসময় ভালোবাসবো।
আসলে যে মানুষগুলো দেশকে ভালবাসতে পারে তারা সবসময় দেশের জন্য কাজ করে এবং দেশকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করে। আসলে এসব মানুষদের পিছনে কিছু কিছু লোক রয়েছে যারা সব সময় তাদের নিন্দা করতে ব্যস্ত থাকে।কেননা তারা কখনো নিজের দেশকে ভালোবাসে না এবং অন্য কেউ যদি দেশের উপকার করার জন্য চেষ্টা করে তাদেরকেও তারা সবসময় পিছনের দিকে টেনে রাখার চেষ্টা করে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সবার প্রথম আমাদের দেশ আগে। আর এই দেশে যদি কেউ খারাপ করতে চায় তাহলে কিন্তু আমরা কখনো মুখ বুজে সহ্য করব না। বরং সব সময় এই খারাপ লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।
আর এভাবে যদি আমরা দেশের খারাপ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশকে একটা ভালো স্থানে তুলতে পারি তাহলে কিন্তু অন্যান্য দেশ আমাদের দেশকে দেখে সম্মান করবে এবং আমাদের চলার পথে সেই সব দেশের মানুষ গুলো চলতে চেষ্টা করবে। আসলে নিজের দেশকে নিয়ে আমরা সবসময় গর্বিত কেননা এমন দেশের মতো জায়গায় জন্মগ্রহণ করতে পেরে আমরা সত্যিই নিজেদেরকে অবশ্যই গর্বিত মনে করি। তাইতো আমাদের দেশের যদি কেউ কোন ক্ষতি করতে চায় তাহলে আমরা কখনো মুখ বুঝে সহ্য করব না বরং এর প্রতিবাদ করব। প্রয়োজন হলে দেশের জন্য আমাদের নিজেদের জীবনকে বিলিয়ে দেবো তবুও নিজেদের দেশকে কখনো ছোট হতে দেবো না।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Wonderful reflections and insights. A true patriot loves their own country, while never denigrating others, and is committed to making their nation better.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit