জীবনে এতটা বড় হতে চাইনি, যেই সময়টাতে আপনার পাশে আর কেউ থাকবে না। বরংচু নিজেকেই সব ধরনের বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জীবনে এতটাও বড় হতে চাইনি, যেই সময়টাই মা-বাবার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে। এই জীবনের প্রত্যেকটা যে অংশ আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় বিষয়টি হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো এবং আর নিজের স্বাধীনতা ভাবে চলা কিন্তু তারপরও কোন একটা সময় গিয়ে মনে হয় আমাদের ছোটবেলার শাসনগুলোকে আমরা অনেক বেশি মিস করি।
জীবনের এক সময় এসে মনে হবে আমাদের এত কিছু সবকিছুই যেন মূল্যহীন। শুধুমাত্র নিজের জীবনটাকে যদি ভালোভাবে উপভোগ করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো কিছু হত। আবার যদি সেই অতীতের সময়গুলোতে ফিরে যেতে পারতাম তাহলে হয়তো জীবনের আর কোন টেনশনই থাকতো না। এখন জীবনের সংগ্রাম এই জীবনে বেঁচে থাকার জন্য অক্লান্ত পরিশ্রম এবং কাঁধে থাকা দায়িত্যের বোঝা গুলো বইতে বইতে এসব পরিকল্পনা কিংবা চিন্তা করি।
আমাকে যদি প্রশ্ন করা হয় জীবনের কোন বিষয়টাতে ফিরে গেলে তুমি আবার জীবনটাকে নতুনভাবে শুরু করতে পারবে? আমি আমার শৈশব জীবনে ফিরে যেতাম। যেই সময়টাতে নিজস্ব কোন চিন্তাভাবনা নেই, নিজে তো কাঁধে কোন দায়িত্ববোধ নেই, শুধুমাত্র আছে পড়াশোনা এবং প্রচুর সময় বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। সবমিলিয়ে মাঝেমধ্যেই সেই সময়টাকে ফিরে যেতে ইচ্ছা করে তাইতো। আজ পোস্টের টাইটেল দিয়েছি, আমি এতো'টাও বড় হতে চাইনি।