আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা যারা সাধারনত আমার বাংলা ব্লগ এর ইউজার রয়েছি। আমরা সকলেই এবিবি কিউরেশন সম্পর্কে অনেক আগে থেকে অবগত রয়েছি।কারণ এই কিউরেশন সার্ভিস এখন এর কিন্তু নয়। অর্থাৎ পুশ আসার অনেক আগে থেকেই কিন্তু এই কিউরেশন সার্ভিস রয়েছে। তো এই কিউরেশন সার্ভিস এর বিশেষত্ব হলো। অর্থাৎ এই কিউরেশন সার্ভিস আসলে এতোটাই চমৎকার যে, এই কিউরেশন সার্ভিস নিয়ে কারো কাছেই কিন্তু এবিবি টিম এর কোনো রকম প্রচারণা করতে হয়নি। অর্থাৎ এই কিউরেশন সার্ভিস এতোটাই দারুন যে, এটা প্রমোশন ছাড়াই সকলেই জেনে গিয়েছে এবং শুধুমাত্র আমার বাংলা ব্লগ নয়। আমার বাংলা ব্লগের বাইরের অনেক কমিউনিটি এই কিউরেশান সার্ভিসের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ সার্ভিস নিচ্ছে। কারণ এবিবি কিউরেশনে ডেলিগেশন দেওয়ার মাধ্যমে অনেক ভালো পরিমাণ এর সাপোর্ট পাওয়া সম্ভব।
যাইহোক, বর্তমানে কিন্তু এবিবি কিউরেশন একেবারে নতুন আঙ্গিকে এসেছে। অর্থাৎ পুরনো সার্ভিস তো চলমান রয়েছেই। অর্থাৎ ডেলিগেশন সার্ভিস। সে সাথে আসলে পুশ আমরা যদি স্টেক করি। সে ক্ষেত্রেও এবিবি কিউরেশন থেকে আমরা দারুণ পরিমাণ এর একটি সাপোর্ট পাচ্ছি। যেটা যথেষ্ট হেলদি বলা চলে। এবং পুশ স্টেক করার অর্থ হচ্ছে অনেকটাই স্টিম ডেলিগেশন দেওয়ার মতোই। অর্থাৎ আমাদের কয়েন আমাদেরই থাকবে। শুধুমাত্র ওই স্টেক করার জন্য আমরা ভোট পাবো।যেটা দারুন একটি ইউটিলিটি। অর্থাৎ এই পর্যন্ত বলতে গেলে আমাদের কয়েনের বেস্ট ইউটিলিটি বলা চলে এবিবি কিউরেশন কে। তাই আমার মনে হয়, এই বিষয়ে আমাদের সকলের অনেক বেশি প্রোমোশনে মনোযোগী হওয়া উচিত।
কারন এতো ভাল একটি সার্ভিস আমরা যদি স্টিমিট এর সকলের কাছে পৌছে দিতে পারি। তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য দারুন একটি প্লাস পয়েন্ট হবে। তাই আমার মনে হয় যে এবিবি কিউরেশন নিয়ে আমাদের অনেক বেশি প্রোমোশন এর কাজ করা উচিত।