ছোট বেলার কার্টুন

in hive-129948 •  2 days ago 

road-trip-4399206_1920.png

Source

ছোটবেলায় কার্টুন দেখে নি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আমিও অনেক বেশি কার্টুন দেখতাম এবং সেই সময়গুলোকে বারবার অনুধাবন করার চেষ্টা করতাম। আগে তো এত উন্নতি প্রযুক্তি ছিল না তারপরও আমাদের যেসব টেকনোলজি ছিল সেসবের মধ্যেই আমরা বিনোদন খোঁজে নেওয়ার চেষ্টা করতাম তারই একটি মাধ্যম হচ্ছে টিভি, সিডি, ডিভিডি।

এগুলোর মাধ্যমেই আগে আমরা কার্টুন দেখতাম তবে এখন তো চাইলে মোবাইলের মধ্যে যেকোনো সময় যে কোন কার্টুন দেখা যায়। কিন্তু আগে সেই কার্টুনের ক্যাসেট কিংবা সিডি বাজার থেকে কিনে আনতে হতো। পরে সেটা টিভির সাথে সেট করে সেই বিষয়গুলোকে চালিয়ে দেখতে হতো। সেটার মধ্যেও কিন্তু আলাদা একটি মজা রয়েছে। যেটা হয়তো বর্তমান প্রজন্মের মানুষেরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেনা। আগে আমরা টিভি দেখার জন্য কত কিছুই না করেছিলাম যাতে করে একটু স্পষ্ট ছবি আমরা দেখতে পারি।

তো, ছোটবেলার সবথেকে মজাদার কার্টুন হচ্ছে টম এন্ড জেরি তখন এই কার্টুন অনেকটাই ফেভারেট ছিল আমার। পরবর্তীতে আরো কিছু চাইনিজ কার্টুনও দেখা হয়েছিল। তার মধ্যে পকিমন অন্যতম এবং সর্বশেষে যেই কার্টুনগুলো আমি দেখেছিলাম সেটা হচ্ছে ডোরেমন। যেটা আমার ব্যক্তিগতভাবেই অনেক ফেভারেট। এখনো মাঝেমধ্যে যখন মন খারাপ থাকে তখনও কিন্তু এসব কার্টুন দেখার চেষ্টা করি যাতে করে ছোটবেলার সেই স্মৃতিগুলো আবার তরতাজা হয়ে যায় এবং বাস্তব জীবনে কাজ করার জন্য উদ্দীপনা পাই।

আপনারাও কি আমার মত ছোটবেলায় কার্টুন দেখতে কিংবা এখনো দেখেন? সেই বিষয়গুলো আপনারা চাইলে মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The cartoons that left the deepest impression on me are Tom and Jerry, Black Cat Sheriff, and Calabash Brothers. These have carried my childhood memories.