"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ তোমার তরে এতো আয়োজন।
তোমার তরে এতো আয়োজন,
জমা আছে ভালোবাসা অন্তরে।
প্রতিটি স্বপ্নের পেছনে,
তোমার ছায়া খুঁজে বেড়াই নিরন্তর।
যতই ক্ষণে ক্ষণে দূরে থাকো,
তবুও তোমার ছবি ভেসে ওঠে।
আমার প্রতিটি শ্বাসে তুমি,
তোমার তরে এই হৃদয় হয় মাহিয়ান।
তোমার হাসি অন্তহীন শান্তি,
তোমার চোখে নীল আকাশের পাহাড়।
যতই পৃথিবী হোক অন্ধকার,
তোমার তরে আলোর খোঁজে হয় একাকার।
তোমার জন্য যত ভালোবাসা,
যেন শব্দের সীমা ছুঁয়ে যায়।
এই আয়োজন, এই অনুভূতি,
শুধু তোমার জন্যই আজ সাজায়।
হাত বাড়ালে তুমি, শান্তি আসে ফিরে,
প্রতিটি মুহূর্তে মুগ্ধতা আমায় ঘিরে।
তোমার তরেই যতো আয়োজন,
এটাই আমার চিরন্তন চাওয়া।
যতই চলুক সময়ের ঢেউ,
আমার অন্তর তবু তোমার সহায়।
তোমার তরে এতো আয়োজন,
প্রেমের ছোঁয়া,যেন প্রতিটি রূপে পাই।
কবিতার সারমর্ম |
---|
আসলে একজন মানুষের অন্তহীন ভালোবাসা এবং প্রিয়জনের জন্য নিজের সমস্ত অনুভূতি ও যত্নের সে বিষয় গুলো, সেটা তুলে ধরা হলোএই কবিতায়।আর সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
আসলে মনের মানুষের প্রতি আমাদের যত্নের কোনো কমতি থাকে না। কারণ মনের মানুষ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামী মানুষ। যাইহোক চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। আপনি প্রফেশনাল কবি না হলেও,আপনি বেশ ভালো কবিতা লিখেন। সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
♥️♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের প্রতি মানুষের ভালোবাসা সত্যিই অতুলনীয়।একজন মানুষের পারে আরেকজন মানুষকে সুন্দর ভাবে যত্ন করে আগলে রাখত। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি ছিল দুর্দান্ত। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🙏🙏🙏🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে খুব ভালো লাগে।তোমার তরে এতো আয়োজন কবিতাটিও পড়ে অনেক ভালো লাগলো। আর প্রিয় মানুষ নিয়ে কবিতা লিখলে কবিতাগুলো অসাধারণ হয়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
♥️💞
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
1 | https://x.com/Nevlu123/status/1947362950345593246
2 | https://x.com/Nevlu123/status/1947363304445497542
3 | https://x.com/Nevlu123/status/1947363657639465184
4 | https://x.com/Nevlu123/status/1947363937600868447
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit