আমার তোলা রঙ্গন ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  12 days ago 

শুভ সকাল 🌄
আজ ৯ ই জুলাই,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।



1000011787.jpg

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা রঙ্গন ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি।

বেশ কিছুদিন ধরে পরীক্ষার চাপে আছি, তাই সকাল থেকে সময় করে কিছু সময় পরীক্ষার জন্য পড়তে চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে একটু বের হয়েছিলাম, বের হয়ে রাস্তার পাশে হাঁটাহাঁটি করার সময় একটি বাসার পেছনে অনেক বড় একটি রঙ্গন ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। গাছের সৌন্দর্য দেখে কাছে এগিয়ে যাই। লাল রঙের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। অনেকদিন ধরে ফটোগ্রাফি করা হয় না। তাই চেষ্টা করেছি লাল রঙের সৌন্দর্য এবং রঙ্গন ফুলের প্রাকৃতিক সভা ফোন ক্যামেরায় বন্দি করতে। লাল রঙের রঙ্গন ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। ছোট উদ্ভিদ হিসেবে অনেকগুলো ফুল এই গাছে ফুটে থাকে। আজকের সেই গাছের বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000011583.jpg

1000011582.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

গেছে শুধু লাল রঙের ফুল ছিল, প্রতিটি ফুল ফুটেছিল একদম অপরূপ সৌন্দর্যের মতো। রঙ্গন ফুল মূলত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মায়। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় এটি খুব পরিচিত। রঙ্গন একটি ঝোপজাতীয় গাছ। ফুলগুলো ছোট ছোট, কিন্তু গুচ্ছবদ্ধ হয়ে জন্মায়। এক গুচ্ছে শতাধিক ছোট ফুল একসাথে ফুটে থাকে। ফুলে মিষ্টি ঘ্রাণ থাকে। এই মন মাতানো সুবাস সকলের খুব পছন্দ। আমি দূর থেকে সম্পূর্ণ গাছের কিছু ফটোগ্রাফি করেছি।

1000011581.jpg

1000011580.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

তারপর কাছে থেকে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছি। পাপড়ি গুলো খুব সুন্দর দেখায়, তাছাড়া প্রতিটি ফুল খুব সুন্দর ভাবে ফুটেছিল। পাতা ঘন, সবুজ ও লম্বাটে। পাতার গায়ে সূক্ষ্ম লোম দেখা যায়। লাল রঙ্গন সবচেয়ে প্রচলিত হলেও অন্যান্য রঙে যেমন কমলা, হলুদ, গোলাপি ও সাদা রঙ্গনও পাওয়া যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে তার বৈশিষ্ট্য গুলো। আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছেও বেশি ভালো লাগবে।

1000011579.jpg

1000011578.jpg

1000011577.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

রঙ্গন লাল সুন্দর বৈশিষ্ট্য ফুলের সৌন্দর্য এবং পরিচিতি তুলে ধরে, এবং ইংরেজিতে এই ফুলকে Ixora বলে থাকেন। রংয়ের রাজা রঙ্গন ফুল সকলের দৃষ্টি আকর্ষণ করে কাছে নিয়ে যেতে। ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমরা সকলেই সুন্দর্যের পুজারী। সুন্দর জিনিস গুলো দেখলে ভালো লাগে এবং ভালোবাসি। এ রঙ্গন ফুলগুলো বছরের অধিকাংশ সময়েই ফোটে, তবে বর্ষা ও গ্রীষ্মে বেশি দেখা যায়।

1000011575.jpg

1000011576.jpg

1000011574.jpg

ডিভাইস :- রিয়েলমি সি-৫৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

আজকে আমার পোস্ট রঙ্গন ফুলের লাল সৌন্দর্য দিয়ে সাজিয়েছি। যখন গ্যালারিতে ফটোগ্রাফি গুলো ছিল দেখতে ভীষণ সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি সেই সৌন্দর্য আপনাদের মাঝে ভাগ করে নিতে। আশাকরি আপনাদের সকলের কাছে রঙ্গন ফুলের সৌন্দর্য এবং আমার তোলা ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগবে। তাছাড়াও বাগান ও বাড়ির শোভা বাড়াতে রঙ্গন ফুল খুব জনপ্রিয়। ফুলের গুচ্ছ এবং উজ্জ্বল রঙ আকর্ষণ করে সকলের মনে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRij6oetdjZZEpipYS1Nv7L6dVrmprB9TVer3m6HYZD5La1mg3yh4MymyM2PBTtmjDCXw5qvPgQJDg65DXSMHAVc2SrUi6M2vXRkdRt3mGDgCGGAXxFCPYejZ8.png

বিভাগফটোগ্রাফি।
ডিভাইসরিয়েলমি সি-৫৫।
বিষয়আমার তোলা রঙ্গন ফুলের ফটোগ্রাফি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01.

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

20241115_225756.jpg

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Posted using SteemPro

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে।

অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা রইল।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

রঙ্গন ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি আজকে খুব সুন্দর সুন্দর কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে।

রঙ্গন ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আর আজকে আপনি এই রঙ্গন ফুলের সৌন্দর্যকে আপনার এই পোস্টের মধ্য দিয়ে যেভাবে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই ফুলের ফটোগ্রাফি আপনি যেভাবে আপনার এই পোস্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা আমাকে যেরকম অনেক বেশি মুগ্ধ করেছে তেমনি এখান থেকে আপনার কাছ থেকে এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ৷

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন আপনি। দেখতেও খুবই চমৎকার লাগছে ফুলগুলো।