"আমার বাংলা ব্লগ"//💖"আমার লেখা কয়েকটি ছোট কবিতার সংকলন"💖💖steemCreated with Sketch.

in hive-129948 •  26 days ago 

47a87803-add7-494f-ae1a-b395f202f070.png

Source

প্রতিবার যখন অনুভূতিগুলো মনের পাতায় নামতে শুরু করে, তখনই জন্ম নেয় একটি নতুন কবিতা।
বিষয় বদলায়, রঙ বদলায়, কিন্তু একটা জিনিস একই থাকে —মনের সততা।কখনো এই কবিতা কথা বলে প্রকৃতির সঙ্গে,আবার কখনো নীরবতার সঙ্গে। কখনো প্রেমের গভীরতায় ডুবে যায়,আবার কখনো জীবনের জটিলতা খুলে বোঝার চেষ্টা করে।কখনো হাসি, কখনো অশ্রু, কখনো একাকীত্ব, কখনো আশার আলো —প্রত্যেকটি পঙ্‌ক্তিতে লুকিয়ে থাকে কোনো না কোনো অভিজ্ঞতা,যা আমি জেনেছি... কিংবা অনুভব করেছি।আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার কিছু এমনই অনু-কবিতা -ছোট ছোট শব্দের মধ্যে লুকিয়ে থাকা আমার আবেগ,যা আমি হৃদয় দিয়ে লিখেছি।

একগুচ্ছ অনু কবিতা


আমি নিজেকেই প্রশ্ন করলাম —
আমি কি একজন লেখক?
নাকি কেবল একজন পথভ্রষ্ট পথিক,
যে শব্দের নিঃশব্দ গলিতে
কখনো আলো খোঁজে,
আবার কখনো অন্ধকারে শান্তি।


যেদিন কলম হাতে নিয়েছিলাম,
মনে হয়েছিল —
প্রতিটা যন্ত্রণার উত্তর আমার হাতেই আছে।
কিন্তু যখন প্রতিটা পৃষ্ঠা কেঁদে উঠলো,
তখন বুঝলাম —
লেখা আসলে প্রশ্নের সমুদ্র,
উত্তর তো শুধুই একটা খড়কুটো।


আমি হেঁটে চললাম অনুভবের সেই সরু পথে,
যেখানে প্রতিটি বাঁকে ছিল এক নতুন অস্থিরতা।
কখনো স্মৃতিগুলো তাড়া করত,
আবার কখনো ভবিষ্যতের ছায়াগুলো ভয় দেখাত।
আর আমি…
শুধুই লিখে গেছি —
না কোনো পাঠকের জন্য,
না কোনো প্রশংসার আশায় —
শুধু আমার ভাঙা অংশগুলো জোড়া লাগানোর জন্য।


এটাই কি লেখা?
না কি আত্মার এক ডাকে সাড়া?
আমি কি সত্যিই একজন লেখক?
না কি এমন এক যাত্রী,
যে শব্দের আগুনে নিজেকে সেঁকছে,
প্রতিটি কবিতায় একটু একটু করে নিজেকে হারাচ্ছে


তবে একটা কথা আমি শিখেছি —
গন্তব্য সবসময় জরুরি নয়,
যদি যাত্রার মাঝে থাকে সততা।
আর আমার যাত্রা —
লুকিয়ে আছে আমার কলম থেকে বেরোনো প্রতিটি অনুভূতিতে।


প্রকৃতি প্রতিদিন নতুন রূপে আমাদের সামনে হাজির হয়।তার সেই সৌন্দর্য দেখে মনে হয় — যদি একটু হারিয়ে যেতে পারতাম তার মাঝে,সব কিছু ভুলে শুধু প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকতাম কিছুক্ষণ।এই অনুভূতিগুলোকে শব্দে রূপ দিয়ে, আমি আজ ছোট ছোট কবিতা লিখেছি (অনু-কবিতায়ন),যা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করি আমার এই কবিতাগুলি আপনাদের মন ছুঁয়ে যাবে।তো বন্ধুরা, আজকের জন্য এটাই থাক —আবার দেখা হবে নতুন কোনো কবিতার সঙ্গে🌹💖🌹।

👉ততক্ষণ নিজেকে ভালো রাখুন,
সুস্থ থাকুন, আনন্দে থাকুন — এটাই আমার হৃদয়ের প্রার্থনা। 💗🙏💗

Thank you @upvu for supporting original content creators!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!