আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

এই কবিতায় একটি আশাব্যঞ্জক প্রতিশ্রুতির গল্প বলা হয়েছে, যেখানে প্রিয়জন ফিরে আসার কথা বলেছিল। প্রেমিক সেই প্রতিশ্রুতিকে বুকের জোরে আঁকড়ে ধরেছে, আর প্রত্যেকটি আকাশ-পাতা, ঝরনার স্রোত যেন সেই কথাগুলো ফিরিয়ে আনে। কবিতাটি এক প্রকার অনিশ্চয়তার মধ্যে আবেগের প্রবাহ, যেখানে ভালোবাসা এখনও টিকে আছে, কিন্তু সময় ও পরিস্থিতি বদলে দিয়েছে সম্পর্কের গতি। এই পরিবর্তনের মধ্যেও প্রেমিক ভালোবাসার আলোতে বিশ্বাস রেখে অপেক্ষায় থাকে। প্রতিটি বাক্যে নিহিত রয়েছে আকাঙ্ক্ষা, অপেক্ষা ও তীব্র ব্যথা। প্রিয়জনের নীরবতা ও দূরত্ব কবিতার বিষাদে মিশে গিয়ে সেটাকে অনুপম করে তুলেছে। শেষ পর্যন্ত কবিতাটি বোঝায়, যে ভালোবাসার শক্তি সময়ের বাঁধা পেরিয়ে বেঁচে থাকে, কিন্তু কখনো কখনো শুধু অপেক্ষার দীর্ঘশ্বাস ছাড়া কিছুই বাকি থাকে না।
তুমি বলেছিলে,
ফিরে আসবে একদিন,
যখন আকাশে ঝরে পড়বে,
চাঁদের ছায়াবিন।।
তুমি বলেছিলে,
সময় সব ঠিক করে দেয়,
কিন্তু সময় তো শুধু স্মৃতি রেখে যায়,
আর নিয়ে যায় হাজারও কথা।।
তুমি বলেছিলে,
ভালোবাসা সহজ ভাষা,
কিন্তু সে ভাষা,
আজ ব্যথার উপমা।।
তুমি বলেছিলে,
আমি থাকব তোমার ছায়া,
আজ সেই ছায়াও,
কোথাও হারায় গেলো।।
তুমি ছিলে,
ভোরের প্রথম আলো,
আমার ঘুম ভাঙানোর,
একমাত্র ভালো।।
তুমি ছিলে,
নদীর স্রোতের মতো,
চুপি চুপি ছুঁয়ে গেলে,
প্রতিটি রাত-দুপুর।।
তুমি বলেছিলে,
চোখে চোখ রাখলেই সব বোঝা যায়,
তবে কেনো আজ,
দৃষ্টি খুঁজে ফিরি শুধু শূন্যতায়?
তোমার প্রতিশ্রুতি ঝরে গেল
পাতার মতো,
আমি দাঁড়িয়ে রই,
আশায়, নিঃশব্দ রাত্রির রোত।।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 3/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit