৩০ স্টিম পাওয়ার আপ

in hive-129948 •  16 days ago 

pu-01.jpeg

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আজ আমি আমার বছরের ৪৭ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।

স্টিমিট যাত্রার পর থেকে পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত ভাবে শুরু করি দিই ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার মাধ্যমে। শুরুতে লক্ষ্য রাখি, ১০,০০০ SP। প্রতিনিয়ত পাওয়ার আপ করে ২০২২ সালের এপ্রিল মাসে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। লক্ষ্যে পৌঁছে সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালে আমি ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সালে টার্গেট ডিসেম্বর-৩ চালু হলে প্রথম লক্ষ্য রাখি ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে নতুন ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা ২০২৩ সালে পূর্ন করে ফেলি। ২০২৪ সালে ৪৫,০০০ SP-র লক্ষ্য মাত্রা স্থির করে টার্গেট ডিসেম্বর-৪ এগোতে থাকি এবং সেই লক্ষ্যে পৌঁছেও যাই। সবকিছু সম্ভব পর হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদআমার বাংলা ব্লগের ভালোবাসায়।


বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা রেখে এগোতে শুরু করেছি। আমার ইচ্ছে ২০২৫ শেষ হওয়ার আগে অন্তত ৬০,০০০ SP পূর্ন করা। আশা করছি ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের ভালোবাসা নিয়েই আমি কাঙ্খিত লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যাবো।


পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৫৯,৫৬৮ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৫৯,৫৯৮ SP।


আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!

পাওয়ার আপ প্রক্রিয়া

  • আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৫৯,৫৬৮। (Before Power Up my Steem Power was 59,568 SP)

1000044581.jpg


  • ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে। (Powered Up 30 STEEM)

30 STEEM.png


  • পাওয়ার আপের পর আমার SP হলো ৫৯,৫৯৮। (After Power Up my Steem Power is 59,598 SP)

1000044582.jpg


আজকের মতো বিদায় চাইলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা আপনি এই সপ্তাহে ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৫৯,৫৯৮+ এসপি তে পৌঁছে গেলেন। এতে করে আপনার কাঙ্খিত লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন। আশা করি এই মাসের মধ্যেই আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।