আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমার প্রিয় ঋতু বর্ষা। ঠিক কী কারণে এটা তো নির্দিষ্ট করে বলতে পারব না। তবে বর্ষার সময়ের অবিরত ধারার বৃষ্টি আমার খুবই ভালো লাগে। তবে শীতকাল টা আমার কাছে পছন্দ ভোরের কুয়াশার জন্য। আমি খুব সকালে কখনোই ঘুম থেকে উঠতাম না। তবে শীতের সময় আমার মা কে বলে রাখতাম যদি সকালে খুব ঘন কুয়াশা পড়ে তাহলে যেন আমাকে ডেকে দেয়। আমি সেই কুয়াশাই গ্রামটা ঘুরে দেখতাম। বেশ অসাধারণ লাগত। কী সুন্দর সেই দৃশ্য। কী চমৎকার সেই রুপ। যাইহোক আজ আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেব আমার পুরাতন অ্যালবাম থেকে। আশাকরি আপনাদের ভালো লাগবে।
- এগুলো হলো ক্যামারের গুটি। ক্যারাম খেলার সাথে তো আপনারা সবাই পরিচিত। একটা সময় আমি বেশ ভালো ক্যারাম খেলতাম। ঐসময় প্রতিদিন কয়েক ঘন্টা ব্যয় করতাম এই ক্যারাম খেলার পেছনেই। ঐসময়েই এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। তবে আজ দুই তিন বছর হলো ক্যারাম খেলার সময় হয়ে উঠে না।
- এটা একধরনের ফুল। ফুলটার নাম আমার মনে নেই। তবি শীতকালীন কোন ফসলের হবে। বছর চার আগে শীতের সময় আমাদের গ্রামের মাঠ থেকে এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম। এটা খুব কাছ থেকে করেছিলাম। এই ফুলটা খুবই সুন্দর লাগছিল তখন।
- এটা খেসারি ফুলের ফটোগ্রাফি। খেসারি একধনের ডাল। আমাদের গ্রামে প্রতিবছর শীতকালীন সময়ে এই খেসারির চাষ করা হয়। বেশ দারুণ লাগছে দেখতে ফুল। খেসারির ফুল খেসারির ফল হওয়ার আগ পর্যন্ত থাকে। এরপরে আবার ঝরে যায়। এই ফুলের কালার টা বেশ সুন্দর।
- এটা মটরশুঁটি এর ফুল। মটরশুঁটি এবং খেসারি কাছাকাছি ধরনের ফসল হলেও এদের মধ্যে বেশ পার্থক্য বিরাজমান রয়েছে। মটরশুঁটি এর ফুল সাদা হয়ে থাকে। এবং দেখতে বেশ সুন্দর সিগ্ধ লাগে। এই ফটোগ্রাফি টা আমি কয়েক বছর আগে ধারণ করেছিলাম মাঠ থেকে।
- এটা ধনেপাতা ফুলের ফটোগ্রাফি। ধনেপাতা গাছেও ফুল হয়ে থাকে। এবং এই ফুলগুলো বেশ গুচ্ছ আকারে থাকে। এই ফুলটা দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। এই ফুলটার ফটোগ্রাফি আমি কয়েকবছর আগে করেছিলাম। শীতের সময় আমার গ্রামের মাঠে গেলে এগুলো অহরহ দেখা যায়।
- ২০২২ সালের জানুয়ারি মাসের শীতের এক সকাল। বাইরে ভীষণ কুয়াশা পড়েছে শুনে আমি ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে যায়। ঐসময় আমার গ্রামের মধ্য থেকে আমি এই দুইটা ফটোগ্রাফি করেছিলাম। এখানে যে দুজন বালক দেখা যাচ্ছে ওরা আমার এলাকার ছোটভাই মাহির এবং মুরসালিন।
- এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম ২০২২ সালের জানুয়ারি মাসে আমাদের কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া জেলার বেশ পরিচিত জায়গা এটা। এটাকে একটা সময় শাপলা চত্বর বলা হতো। তবে এটা ছয় রাস্তার মোড় হিসেবে অধিক পরিচিত।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1946854998207553635?t=8SL8cch0Y-quhVdqWROGaQ&s=19
https://x.com/Emon423/status/1946855460822466997?t=ZstOp06FfZwA_AL3XvtdbA&s=19
https://x.com/Emon423/status/1946855637314630039?t=s-iKrL_-8PyJKu6Au3Pm5w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর এবং যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে। ধনেপাতা ফুলের ফটোগ্রাফি এবং সিমের ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। খেসারি ডালের ফুল এর আগে কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখেতে পেয়ে ভাল লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি পুরাতন অ্যালবাম থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার পুরাতন ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি অসাধারণ লাগলো। তবে আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit