আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল সকালের কথা। আমি সবেমাএ অফিসে গিয়েছি। হঠাৎ আমার মা ফোন দেয়। ফোন দিয়ে বলে আমার চাচাতো ভাইয়ের বউ নাকী অসুস্থ মুগদা মেডিকেলে ভর্তি রয়েছে। কথাটা শুনে আমি খুব একটা দেরি করিনি। আমার স্যারের থেকে ছুটি নিয়ে তখনই অফিস থেকে বের হয়ে যায়। প্রথমত ভাইয়া হাসপাতালে একা ছিল। দ্বিতীয়ত ভাইয়ার ছোট একটা ছেলে আছে। ভাইয়া একা সবদিক সামলে উঠতে পারবে না। এই ভেবে আমি আর দেরি করিনি। যাইহোক হাসপাতালে যখন আসলাম তখন দেখি আমার ভাইয়ের বউ শুয়ে আছে। যে অসুবিধার জন্য এসেছিল সেটা কমেছে। ডাক্তার অনেক গুলো ইনজেকশন পুশ করেছে ব্যাথার জন্য। তবে ইসিজি, এক্স রে, ব্লাড, ইউরিন টেস্ট দিয়েছে। সেগুলো শেষ করতে করতে দুপুর অতিবাহিত হয়ে গেল।
বাকি সময় টা মোটামুটি কেটে গেল। সন্ধ্যার সময় আমার ফুফাতো ভাই এবং তার বউ উনাকে দেখতে আসলো হাসপাতালে। উনারা ঢাকায়ই থাকেন। জাহিদ ভাইয়ার আমার দেখা অনেক দিন পর। কম হলেও একবছর তো হবেই। যাইহোক আমি কিছুক্ষণ ভাইয়ার সাথে কথা বললাম। তবে সবচাইতে আশ্চর্যের একটা বিষয় লক্ষ্য করলাম আমার ভাইয়ের ঐ অসুস্থ বউ এবং আমার ফুফাতো ভাইয়ের বউয়ের মধ্যে। দুজন বেশ গল্প শুরু করেছে। মনে করলাম না অসুস্থ মানুষ হয়তো কারো সাথে কিছুক্ষণ গল্প করলে অথবা মন খুলে কথা বললে সব ঠিক হয়ে যাবে। আমাদের মন ভালো থাকলে খুশি থাকলে অসুস্থতা কিছুই না। গল্প তো উনারা করছিল। কিন্তু আসল কাহিনী ঘটলো অন্য জায়গাই। উনাদের গল্পের টপিক এবং কিছু কথা আমার কানে আসছিল।
উনারা দুজন আরেকজনকে নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। সত্যি বলতে সেই আলোচনা একজন ঠিক না কয়েকজন মানুষের মধ্যে চলে গিয়েছিল। উনারা দুজন তাদের দোষ গুণ নিয়ে আলোচনা করছিল। যদিও গুণের কথা উনারা বলছিল না। সব ছিল দোষের কথা। সহজ বাংলা ভাষায় যাহাকে বলে পরনিন্দা পরচর্চা। দুজন বেশ উৎসাহ উদ্দীপনার সাথে ঐসব বিষয় নিয়ে আলোচনা করছে এবং হাসাহাসি করছে। ব্যাপার টা দেখে আমি হাসছিলাম। একজন অসুস্থ মানুষ। যাকে নিয়ে সারাদিন কত দৌড়াদৌড়ি। অথচ সন্ধ্যার সময় আরেকজন মেয়ের সঙ্গ পেয়ে সে অন্য একজনের নামে পরচর্চায় লিপ্ত হয়ে গেল। ব্যাপার টা বেশ হাস্যকর। এখন আপনারা ভাবতে পারেন এটা হয়তো উনার সমস্যা। না এটা উনার সমস্যা না।
এই পরচর্চা পরনিন্দার স্বভাব এই পৃথিবীর প্রত্যেকটা বাঙালি মেয়ের আছে। তবে অন্য দেশের অন্য সংস্কৃতির মেয়েদের এই স্বভাব আছে কীনা জানি না। কিন্তু বাঙালি মেয়েদের আছে। এরা দুজন মেয়ে এক জায়গা হলেও অন্য আরেকজনকে নিয়ে আলোচনা করে। এই সমস্যা ছেলেদের মধ্যে কমই আছে। এই গুণ টা মেয়েদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। সেই মেয়ে আমার মা হতে পারে কিন্তু আমি এটা সহজেই স্বীকার করি। এটা মেয়ে মানুষের একটা সাইকোলজিক্যাল সমস্যা বলতে পারেন। এদের কোন ঘটনা লাগে না মূহূর্ত লাগে না বিষয় লাগে না। শুধুমাত্র দুজন মেয়ে একসঙ্গে হলেই শুরু হয়ে যায়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit