আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ এর জীবন বড়ই বৈচিত্র্যময়। আসলে একটি মানুষ এর জীবনে কতো কিছু যে ঘটে যায়। সেটা হয়তো কোনো উপন্যাস এর চেয়ে কম নয়। হয়তো উপন্যাসের চেয়েও খানিকটা বেশি। আর এই বৈচিত্র্যময় জীবনের অনেকগুলো পর্যায় রয়েছে। প্রতিটি পর্যায়ে মানুষ নতুন নতুন চ্যালেঞ্জ সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হলেই যে আমরা জীবনের অনেকগুলো অধ্যায় পার করতে পারবো, তা নয়। প্রতিটি চ্যালেঞ্জ কে আমাদের খুব শক্ত হাতে মোকাবেলা করতে হয়। অনেক সময় আমরা হেরে যাই জীবনের এইসব চ্যালেঞ্জ এর কাছে। আবার অনেক সময় জিতে যাই।
কিন্তু একটা ব্যাপার আমার মনে হয় যে, আমাদের সব সময় মনে রাখা উচিত যে দুঃসময়ে আমাদের যারা অপমান করে কিংবা আমরা যেসব অপমানিত হই। সে অপমান গুলো কখনোই গায়ে মাখা উচিত নয়। কারণ বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যে, হাতি গর্তে পরলে চামচিকা ও লাথি মারে। এই কথাটির অর্থ হলো, কোন মানুষ যখন বিপদে পরে। তখন তার চেয়ে যে অযোগ্য ব্যক্তি। সে ও তাকে দুটো কথা কিংবা কটু কথা শোনাতে ছাড়ে না। তাই সেসব অপমান যদি আমরা তখন গায়ে মেখে নেই। তাহলে কিন্তু আমাদের ই ক্ষতি।
কারণ এটা স্বাভাবিক যে, খারাপ সময় মানুষ নানান রকমের কথা বলবে, নানান রকমের ভুল ধরবে কিংবা নানান কটু কথা বলবে। যেগুলোকে পাশ কাটিয়ে আমাদের জীবনের জন্য লড়াই করে যেতে হবে। ভবিষ্যতের জন্য লড়াই করে যেতে হবে। তবেই আমরা আলোর মুখ দেখতে পাবো। আর এটা আমরা বেশিরভাগ সময় ভুলে যাই এবং আমরা আমাদের মেজাজ হারিয়ে ফেলি। কারণ ওই যে একে তো খারাপ সময়। তার উপরে মানুষ যদি এসে কোনো অপমানমূলক কথা বলে। তখন সত্যিই সেটা সহ্য করা কঠিন। কিন্তু এই দুঃসময়ে আমাদের সব সময় মাথা শান্ত রেখে কাজ করতে হবে।