আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৮

in hive-129948 •  3 days ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

আকাশ যেন খুলে দিলো তার অন্তরের দ্বার,
নেমে এলো শ্রাবণের নরম, শান্ত বাতাস আবার।
বিন্দু বিন্দু জল যেন ভালোবাসার ছোঁয়া,
ধরা জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বপ্নময় ধোঁয়া।

পাতার কোলে জল জমে বাজে বুনো সুর,
কান পাতলে শোনা যায় প্রকৃতির প্রেমের শুর ।
বৃষ্টির শব্দে মন খুঁজে পায় আশ্রয়,
চেনা গন্ধে ভেসে আসে হারিয়ে যাওয়া সেই মধুর সময়।

লেখক:

@rayhan111

লেখকের অনুভূতি:

বৃষ্টি নামলেই হৃদয়ের জানালায় ভেসে ওঠে পুরনো সেই মুহূর্তগুলো। ভেজা স্মৃতির পথ ধরে ফিরে আসে ফেলে আসা মানুষ, না বলা কথা আর হারিয়ে যাওয়া ভালোবাসার গন্ধ।আমার বৃষ্টির দিনের মুহুর্ত খুবি ভালো লাগে।তাই মনের অনুভূতি নিয়ে এই কবিতা লেখা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভেজা মাটির গন্ধে জেগে ওঠে পুরনো স্মৃতি
চোখের পাতায় নেমে আসে এক নিঃশব্দ প্রীতি।
দোল খায় হৃদয় নিভৃতে কথা কয়,
বৃষ্টির ফোঁটায় লেখা থাকে না বলা কিছু রয়।
চুপিচুপি হাসে আকাশ মেঘ ছুঁয়ে যায় মন
এই শ্রাবণ যেন হয়ে ওঠে এক চিরচেনা বরণ।
ভালোবাসা ছুঁয়ে যায় প্রতিটি ধূসর ক্ষণ
বৃষ্টি নামে আরেকবার মিশে যায় হৃদয়ের স্বণ।

আকাশ যেন খুলে দিলো তার অন্তরের দ্বার,
নেমে এলো শ্রাবণের নরম, শান্ত বাতাস আবার।
বিন্দু বিন্দু জল যেন ভালোবাসার ছোঁয়া,
ধরা জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বপ্নময় ধোঁয়া।

পাতার কোলে জল জমে বাজে বুনো সুর,
কান পাতলে শোনা যায় প্রকৃতির প্রেমের শুর ।
বৃষ্টির শব্দে মন খুঁজে পায় আশ্রয়,
চেনা গন্ধে ভেসে আসে হারিয়ে যাওয়া সেই মধুর সময়।

শ্রাবণ ছুঁয়ে যায় মন, নিঃশব্দে বলে কথা,
বৃষ্টি নামে হৃদয়ে, ভুলিয়ে দেয় সব ব্যথা।
পাতায় ঝরে সুর, নদী গায় কোনো গান,
ভেজা মাটির গন্ধে জেগে ওঠে ফেলে আসা প্রাণ।
আলোর মতো স্মৃতি ভেসে আসে নীরবতায়,
শ্রাবণ যেন লিখে যায় গল্প ভালোবাসায়।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মাঠ ভরে যায় জল,
শিশুরা খেলে ভিজে গায়ে, নেই কোনো খেয়াল-চল।
গাছের পাতায় টুপটাপ, সুর তো বেজে যায়,
মনে হয় এই বৃষ্টি যেন সুখের কথা গায়।

ছোট্ট ছাতা হাতে নিয়ে রাস্তায় হেঁটে যাই,
চারপাশ ভিজে মেঘলা আকাশ, মনটা ভালই পাই।
নদী পাড়ে বসে দেখি ঢেউয়ের নাচন,
শ্রাবণের এই বৃষ্টিমাঝে আসে হৃদয়পাগল বাঁশি সুরের স্পন্দন।

আষাঢ়ের বাদলে ভরে যায় খাল,
শ্রাবণের নরম বাতাসে মন হয় উত্তাল।
টিপ টিপ বৃষ্টিকণা মনে দেয় দোলা,
পুরো ভুঁধরে বয় যেনো শান্তির ছোঁয়া।

কচুপাতায় জমে বৃষ্টির সচ্ছ ফোঁটা,
নীরব হলে শুনা যায় প্রকৃতির নিবিড় কথা।
রিমঝিম বৃষ্টিতে মনে পাই শান্তির ছোঁয়া,
তার মাঝেই পাই প্রকৃতির আলতো ভালোবাসা।

আকাশে যেন খুলে দিল বৃষ্টির দরজা
নেমে আসলো শাবণের কলকলে ঠান্ডা বাতাস।
বিন্দু বিন্দু জল দিয়ে হল সাগর
সাগরের বিন্দু বিন্দু পানি দিয়ে হল ভালোবাসা ।

পাতায় পাতায় জল জমে বাজে পানির সাগর
আর কান পাত্রে শোনা যায় প্রকৃতির সুর।
বৃষ্টির শব্দে শোনা যায় ভালোবাসার মধুর সুর
থাকে মানুষের সুগন্ধ পরিবেশ মধুর।

নীল আকাশে ভেসে আসে রঙিন রোদেলা গান,
দিগন্ত জুড়ে সোনালি আলো ভোরের মায়াবী টান।
ফুলের পাপড়ির আবরণে হাজারো রঙ্গিন গল্প,
পাখির ডানায় মেলেছে বর্ণিল পলক অল্প।

ঘাসের বুকে শিশির রেখে আঁকে স্নিগ্ধ প্রভাব ,
বাতাস ছুঁয়ে জাগায় মন, আনে নতুন ভাব।
প্রকৃতির কোলে লুকিয়ে থাকে অনন্ত সুখ,
চিরচেনা সুরে বাজে জীবনের মধুমুখ।

আকাশ লিখে যায় নিজের কালি দিয়ে।
বৃষ্টির চিঠি নামহীন ঠিকানায় প্রাপকের মাঝে।
পাতা-পল্লবে খামে মোড়া শব্দগুলো ভিজে,
ভেজে অপ্রকাশিত সব কথার পৃষ্ঠা গুলো যে।

এক ফোঁটা জল যেন কারো চোখের মায়াবী প্রার্থনা,
মাটির বুক ভরে ওঠে ফশান্তির শান্তিময়।
বৃষ্টির শব্দ কেড়ে নেয় মানুষের মনের প্রশান্তি
এবং বৃষ্টির ফোঁটা গুলো হয় মনের ভালোবাসা।