গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৭০৬ তম রাউন্ড শেষে আজ ১৬ জুলাই ২০২৫, ৭০৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@green015
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@green015
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি: @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
"সামুদ্রিক তপসে মাছের ঝাল রেসিপি" ( Publish: 15.07.2025 )
তপসে মাছ একটা দারুন সুস্বাদু মাছ। এই মাছ ফ্রাই করে খেতে সবথেকে বেশি সুস্বাদু লাগে। তপসে মাছ যেকোনো স্নাক্সে দারুন জমে। মূলত এই ধরণের সামুদ্রিক মাছগুলো ফ্রাই হিসেবে বেশি জনপ্রিয়। মাছগুলো আকারে ছোটো হওয়ায় খেতেও যেমন সুবিধা, তেমনি সুস্বাদু। গরম গরম দারুন লাগে একপ্রকার। আমাদের যে কোনো অনুষ্ঠানে প্রায় এই তপসে মাছটা রাখা হয়, তবে এই মাছটা আমার কাছে আবার ফুল ফ্রাই এর থেকে একটু হালকা ভাজায় অর্থাৎ প্রথম ধাপে যে ভাজাটা করা হয়, এতে বেশি মজাদার লাগে। তবে এই মাছটা শুধু ভাজা খাওয়া ছাড়াও যদি মুড়ির সাথেও খাওয়া যায়, তাহলেও ভালো লাগে। তাছাড়া এই মাছটা সর্ষে বা ঝাল করে রান্না করলেও ভালো লাগে, যেমনটা এই রেসিপিতে করা হয়েছে।
আর এটি গরম ভাতের সাথে দারুন টেস্টি হয়। যদিও এই সামুদ্রিক তপসে মাছ বেশিরভাগ ফ্রাই করে খাওয়া হয়, তাই আমার কাছে এই ঝোলের থেকে বেশি স্বাদ লাগে। যাইহোক, এটা এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে। তবে এই মাছগুলো সামুদ্রিক হওয়ায় এটি যে শুধু খেতে মজাদার, তা নয়। এটি সাথে পুষ্টিগুণেও ভরপুর। আর এই মাছে কোলেস্টরল কম থাকায় কোনো সমস্যা হয় না। তাছাড়া ওমেগা-৩, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি নানা গুনাগুন আছে। তবে এই তপসে মাছটা প্রজাতি ভেদে বিভিন্ন কালারের বা গঠনের হয়ে থাকে। যাইহোক, রেসিপিটা সবমিলিয়ে দারুন ছিল এবং উপস্থাপনাও ভালো হয়েছে।
ধন্যবাদ সবাইকে।
আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।আমি এই রেসিপিটি খুবই সাধারণভাবে ঝটপট তৈরি করার চেষ্টা করেছিলাম।তবে এর স্বাদ খুবই মজার হয়েছিলো আর দেখতেও বেশ লোভনীয় হয়েছিলো।তবে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য এবং আমাকে এই সম্মান দেওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ফিচারড আর্টিকেল গ্রীন আপুর রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো। তবে খুব মজার একটি রেসিপি করেছে ভিন্নরকম। তবে আপু খুব মজার একটি মাছের ঝাল জাতীয় রেসিপি করেছেন। আর এ ধরনের রেসিপি গুলো খাওয়ার মজাই আলাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ মজাদার ও লোভনীয় একটি রেসিপি ফিচারড আর্টিকেলে মনোনীত করা হয়েছে । গ্রীন আপুকে অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit