ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল কারণ সকাল মুহূর্তেই দেখি বৃষ্টি পড়ছে তাই আর ঘুম থেকে উঠি না।। সকাল মুহূর্তে বৃষ্টি থাকলে শুয়ে থাকতে বেশ ভালো লাগে, যদিও বেশ কয়েকদিন হয় সকালে বৃষ্টি দেখা হয়।। যাইহোক একটু পরে বৃষ্টি একদম থেমে যায় তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে কিছু সময় বসে ছিলাম।।
![]() |
---|
এক পরে বাইরে বের হই চারো পাশ একদম নিস্তব্ধ হয়ে আছে আকাশে মেঘ ছিল। কিছু সময় বাইরে অতিবাহিত করার পর বাসায় এসে কিছু কাজ ছিল সেগুলো করতে থাকি। এছাড়াও একটু একটু রোদ দেখা যায় তাই কিছু ধান ছিল সেগুলো ছড়িয়ে দেই।। যদি আকাশ একদম ভালো হয়ে যায় তাহলে কাজের শেষ থাকবে না।। কিছু সময় বাইরের কাজ করার পর রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতেছিলাম।।
![]() |
---|
আবহাওয়া খারাপ থাকায় খুব বেশি কাজের চাপ নেই, কিছু সময় শুয়ে থাকার পর বাইরে বের হয়ে গরুর জন্য খড় কাটি। বাসায় কয়েকটি গরু থাকলেও দুইটা গরু বিক্রি করার কথা যেহেতু কোরবানি ঈদ। প্রতিবছরে এক বা দুইটা গরু, বড় করা হয় বিক্রি করার জন্য। এ বছরও করা হয়েছে কিন্তু আকাশ খারাপ থাকায় গরুর দাম অনেকটাই কম তাই ভাবতেছি গরু বিক্রি করব না ঈদের পর হয়তো বিক্রি করতে পারি।
![]() |
---|
বাড়ির কাজ শেষ করে, রুমে এসে একটু বসে থাকতেই তখনই দেখি আকাশ একদম ঘনিয়ে আসে মনে হচ্ছে এখনো বৃষ্টি আসবে তাই ধানগুলো গুছিয়ে রাখি। তারপর প্রতিদিনের মতোই গোসল করে রুমে এসে শুয়ে থেকে একটু ফোন দেখতে ছিলাম তার একটু পরে আম্মু বলে খেতে। প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে রুমে এসে শুয়ে থেকে একটু ঘুমিয়ে পরি।
![]() |
---|
পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হই। আর আম্মু বলে ভাতিজিকে নিতে। দেখতে দেখতে ভাতিজির বয়স তিন মাস পার হয়ে গেল। আর এখনই ভাতিজি কথা বলবে এরকম করে। কেউ কথা বললে তার সাথে সাথে কথা বলবে এমন করে।। পরে কিছু সময় ভাতিজিকে নিয়ে থাকার পর একটু বাইরে বের হয়।।
![]() |
---|
বাসা থেকে একটু দূরে ই বাচ্চাদের চিল্লাচিল্লি শুনতে পাই পরে দেখি তারা ক্রিকেট খেলতেছে।। পরে আমি তাদের ওখানে যেয়ে বসে থেকে ক্রিকেট খেলা দেখি। ক্রিকেট খেলা দেখলেই আমার খেলতে ইচ্ছা করে খুবই পছন্দের একটি খেলা। যেহেতু তারা একদম ছোট তাই আর তাদের সাথে খেলি না কিছু সময় তাদের খেলা দেখে বাসায় চলে আসে। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে আর বর্তমান সময়ে প্রতিদিনই রাতে পড়তে বসি। পরে বাসায় এসে প্রতিদিনের মতোই পড়তে বসি।।