
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৯শে জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।



আজকে সকাল ৯টার সময় আমি ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে রোজকার মতো এক কাপ চা করে আমি খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি নুডলস বানিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর আরেক কাপ চা খেলাম। একটু বাদে অ্যামাজন থেকে আমায় একটা চেন ডেলিভারি দিতে আসলে আমি সেটা রিসিভ করে নিলাম। চেনটা আমার গলার মাপে একদম পারফেক্ট ফিট হয়েছে।
সকাল ১১টার পরে ইন্ডাক্সনে ভাত, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম। বেশ কিছুদিন ধরে কাজের চাপ থাকার কারণে আমার স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা হয়ে উঠছে না। দেখি আগামীকাল আমি স্টিমিটের জন্য কোনো পোস্ট লিখতে পারি কিনা!
দুপুর ১টার পরে কাজের মাসী এসে কাজ করে চলে গেলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমি একটা পাকা দশেরী আম খেয়ে নিয়ে কয়েক ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।

বিকেলে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বেশ বৃষ্টি হচ্ছিল। তবুও আমি ছাতা মাথায় দিয়ে হাঁটতে বের হলাম। ১৫ মিনিটের মতো হাঁটার পর আমি বাড়ী ফিরে আসলাম। ঘরে ঢুকে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।
রাত ৮টা নাগাদ আমার বেশ কিছু বন্ধু আর বান্ধবী আসলো আড্ডা দিতে। ওদের সাথে ঘন্টাদুয়েক সময় বেশ ভালো কাটালাম। এরপর ওরা চলে গেলে আমি আবার অনলাইনে কাজ করতে বসলাম। কাজ করা শেষ হয়ে গেলে আমি কিছুক্ষণ ফেসবুক ঘাঁটলাম। তারপর দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে আধঘন্টা সময় ধরে গল্প করলাম।
দিদি বাড়ী চলে যাওয়ার পর আমি ডিনার করে নিলাম। ডিনারের পর আমি আরেকটা পাকা দশেরী আম খেলাম। তারপর আমি আমার স্ত্রীর সাথে কিছুক্ষণ মোবাইলে কথা বললাম। আমার শ্বশুরবাড়ীর এলাকার খাওয়ার জলের মান খুব খারাপ আর ওনাদের কোনো ওয়াটার পিউরিফায়ার নেই। আমি মেয়েটার জন্য বিস্লেরির ১০ লিটার জলের বোতল কিনতাম কিন্তু ওটার এখন সাপ্লাই নেই। শ্বশুরবাড়ীতে কোনো ওয়াটার ডিস্পেন্সার নেই যে আমি ২০ লিটারের জার কিনবো। দেখছি এবার ৫ লিটারের জার কিনতে হবে।
যাইহোক, স্ত্রীর সাথে কথা হয়ে যাবার পর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। আজকে আমি প্রথমে TradiSwad এর বেশ কিছু গ্রামবাংলার রান্নার রেসিপির ভিডিও দেখলাম। তারপর আমি কিশোরকুমারের কিছু পুরানো দিনের গানের ভিডিও দেখা শুরু করলাম। গান শুনতে শুনতে কখন যে রাত ১টা বেজে গেছে আমি খেয়াল করিনি। খেয়াল হতে আমি লাইট, ফ্যান, ল্যাপটপ সব সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১৯শে জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1946937186382692474
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit